স্ফীত কন্দ কাকে বলে
স্ফীত কন্দ কাকে বলে

উদ্ভিদের ভূনিম্নস্থ কান্ডের পর্বের কাক্ষিক মুকুল থেকে শাখাপ্রশাখা উৎপত্তি লাভ করে মাটির নীচে বর্ধিত হয় । কিছুকাল পরে এই শাখার বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং তাদের অগ্রভাগে প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চিত হয়ে স্ফীত গােলাকার হয়ে ওঠে । এইরূপ স্ফীত গােলাকার অংশকে স্ফীত কন্দ বা টিউবার বলে । অনুকূল ঋতুতে কাক্ষিক মুকুল থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় । উদাহরণ — আলু ( Solanum tuberosum ) |
স্ফীত কন্দ বৈশিষ্ট্য
স্ফীত কন্দ বৈশিষ্ট্যগুলি হল—
( i ) আলু গাছের কান্ড মাটির নীচে সরু সরু শাখাপ্রশাখা উৎপন্ন করে সমান্তরালভাবে বাড়ে । এই সরু কান্ডগুলির শীর্ষ পরে অতিরিক্ত খাদ্য সঞ্চিত হয়ে স্ফীত ও গােলাকার হয় ।
( ii ) এদের স্পষ্ট পর্ব ও পর্বমধ্য দেখা যায় ।
( iii ) পর্ব থেকে শল্কপত্র উৎপন্ন হয় ।
( iv ) এদের কাক্ষিক ও অগ্ৰমুকুল থাকে । প্রত্যেকটি পর্বের কক্ষ কতকটা ছােটো গর্তের মতাে । কাক্ষিক মুকুল সহ গর্তটিকে চোখ ( eye ) বলে । এই চোখ থেকে অনুকূল পরিবেশে কাক্ষিক মুকুলের সাহায্যে নতুন উদ্ভিদ গঠিত হয় ।
( v ) স্ফীতকন্দে কোনাে মূল থাকে না ।