অশাখ কান্ড ও তৃণকান্ডের পার্থক্য
অশাখ কান্ড ও তৃণকান্ডের পার্থক্য
অশাখ কান্ড ও তৃণকান্ডের মধ্যে পার্থক্য গুলি হল一
অশাখ কান্ড :
1. এই কান্ড কাষ্ঠল এবং শাখাবিহীন ।
2. পর্ব ও পর্বমধ্য নিরেট হয় ।
3. কান্ডের অগ্রে পাতাগুলি মুকুটের মতাে সাজানাে থাকে ।
উদাহরণ : তাল , সুপারি , নারকেল ।
তৃণকান্ড :
1. এই কান্ড কাষ্ঠল বা দুর্বল এবং শাখাযুক্ত বা শাখাবিহীন ।
2. পর্বগুলি নিরেট কিন্তু পর্বমধ্য ফাঁপা ।
3. কান্ডের গােড়ার দিক ছাড়া বাকি সব অংশেই পাতা থাকে ।
উদাহরণ : বাঁশ , দুর্বা , ধান , ইত্যাদি ।