জীবন বিজ্ঞান

রোহিণী উদ্ভিদ কাকে বলে

Contents

রোহিণী উদ্ভিদ কাকে বলে

Screenshot ২০২১০৬১৫ ১৮১৬৫৯
রোহিণী উদ্ভিদ কাকে বলে

যেসব দুর্বল কান্ডের উদ্ভিদেরা কোনাে অবলম্বনকে কান্ড বা মূল বা আকর্ষের সাহায্যে জড়িয়ে ওপরে ওঠে ও বৃদ্ধি পায় , তাদের রোহিণী উদ্ভিদ বলে ।

রোহিণী উদ্ভিদদের নিম্নলিখিত ভাগে ভাগ করা যায় , যথা— i. বল্লি ( Stem climbers )  ii. আকর্ষ রােহিণী ( Tendril climbers ) iii. মূল রােহিণী ( Rootclimbers ) iv. অঙ্কুশ রােহিণী ( Hook climbers ) এবং v. কণ্টক রােহিণী ( Thorn climbers )।

বল্লি রােহিণী

রােহিণী উদ্ভিদ যখন কান্ডের সাহায্যে কোনাে অবলম্বনকে জড়িয়ে ওপরে ওঠে , তাদের বল্লি রােহিণী বলে । উদাহরণ — শিম ( Dolichos lablab ) , অপরাজিতা ( Clitoriaternatea ) ইত্যাদি । যে সব বল্লি অবলম্বনকে বাম দিক থেকে ডান দিকে বেষ্টন করে , তাদের দক্ষিণাবর্ত ( dextrose ) বল্লি এবং যে সব বল্লি ডান দিক থেকে বাম দিকে বেষ্টন করে তাদের বামাবর্ত ( sinistrose ) বল্লি বলে । শিম গাছে দক্ষিণাবর্ত এবং অপরাজিতাতে বামাবর্ত লক্ষ করা যায় ।

আকর্ষ রােহিণী 

রােহিণী উদ্ভিদ যখন আকর্ষের সাহায্যে কোনাে অবলম্বনকে জড়িয়ে ওপরে ওঠে , তাদের আকর্ষ রােহিণী বলে । উদাহরণ — মটরশুটি ( শীর্ষ যৌগপত্র- Pisum sativum ) , ঝুমকোলতা ( কাক্ষিক মুকুল – Passiflora edulis ) ।

সমগ্র পাতা আকর্ষে রূপান্তরিত : জংলি মটর 

পত্রবৃন্ত আকর্ষে রূপান্তরিত : ছাগলবটি 

শীর্ষ যৌগপত্র আকর্ষে রূপান্তরিত : মটর 

কাক্ষিক মুকুল আকর্ষে রূপান্তরিত : ঝুমকোলতা 

অগ্ৰমুকুল আকর্ষে রূপান্তরিত : হাড়জোড়া 

পুষ্পমঞ্জরি আকর্ষে রূপান্তরিত : অনন্তলতা 

পুষ্পাক্ষ আকর্ষে রূপান্তরিত : লতাকটকে 

পত্রফলকের অগ্রাংশ আকর্ষে রূপান্তরিত : উলটচন্ডাল 

উপপত্র আকর্ষে রূপান্তরিত : কুমারিকা 

শাখা আকর্ষে রূপান্তরিত : কুমড়াে 

মূল রােহিণী

যখন রােহিণী উদ্ভিদ কান্ডের পর্ব থেকে উৎপন্ন অস্থানিক মূলের সাহায্যে কোনাে অবলম্বনকে জড়িয়ে ওপরে ওঠে , তাদের মূল রােহিণী বলে । উদাহরণ — পান ( Piper betle ) , গজপিপুল ( Seindapsus officinalis ) ।

অঙ্কুশ রােহিণী 

রােহিণী উদ্ভিদ যখন উদ্ভিদের কোনাে অংশ থেকে উৎপন্ন অঙ্কুশ বা হুকের সাহায্যে আঁকড়ে ধরে ওপরে ওঠে তাদের অঙ্কুশ রােহিণী বলে । উদাহরণ — কাঁঠালিচাঁপা ( Artabotrys odoratissimus ) ।

কণ্টক রােহিণী 

রােহিণী উদ্ভিদ যখন দেহে উৎপন্ন কণ্টকের সাহায্যে কোনাে অবলম্বনকে জড়িয়ে ন ধরে ওপরে ওঠে তখন তাদের কন্টক রােহিণী বলে । উদাহরণ — বেত গাছের গাত্র কণ্টক ( Calamusrotang ) , বাগানবিলাসের ( Baugainvillea spectabilis ) শাখা কণ্টক ।

error: Content is protected !!