রোহিণী উদ্ভিদ কাকে বলে
Contents
রোহিণী উদ্ভিদ কাকে বলে

যেসব দুর্বল কান্ডের উদ্ভিদেরা কোনাে অবলম্বনকে কান্ড বা মূল বা আকর্ষের সাহায্যে জড়িয়ে ওপরে ওঠে ও বৃদ্ধি পায় , তাদের রোহিণী উদ্ভিদ বলে ।
রোহিণী উদ্ভিদদের নিম্নলিখিত ভাগে ভাগ করা যায় , যথা— i. বল্লি ( Stem climbers ) ii. আকর্ষ রােহিণী ( Tendril climbers ) iii. মূল রােহিণী ( Rootclimbers ) iv. অঙ্কুশ রােহিণী ( Hook climbers ) এবং v. কণ্টক রােহিণী ( Thorn climbers )।
বল্লি রােহিণী
রােহিণী উদ্ভিদ যখন কান্ডের সাহায্যে কোনাে অবলম্বনকে জড়িয়ে ওপরে ওঠে , তাদের বল্লি রােহিণী বলে । উদাহরণ — শিম ( Dolichos lablab ) , অপরাজিতা ( Clitoriaternatea ) ইত্যাদি । যে সব বল্লি অবলম্বনকে বাম দিক থেকে ডান দিকে বেষ্টন করে , তাদের দক্ষিণাবর্ত ( dextrose ) বল্লি এবং যে সব বল্লি ডান দিক থেকে বাম দিকে বেষ্টন করে তাদের বামাবর্ত ( sinistrose ) বল্লি বলে । শিম গাছে দক্ষিণাবর্ত এবং অপরাজিতাতে বামাবর্ত লক্ষ করা যায় ।
আকর্ষ রােহিণী
রােহিণী উদ্ভিদ যখন আকর্ষের সাহায্যে কোনাে অবলম্বনকে জড়িয়ে ওপরে ওঠে , তাদের আকর্ষ রােহিণী বলে । উদাহরণ — মটরশুটি ( শীর্ষ যৌগপত্র- Pisum sativum ) , ঝুমকোলতা ( কাক্ষিক মুকুল – Passiflora edulis ) ।
সমগ্র পাতা আকর্ষে রূপান্তরিত : জংলি মটর
পত্রবৃন্ত আকর্ষে রূপান্তরিত : ছাগলবটি
শীর্ষ যৌগপত্র আকর্ষে রূপান্তরিত : মটর
কাক্ষিক মুকুল আকর্ষে রূপান্তরিত : ঝুমকোলতা
অগ্ৰমুকুল আকর্ষে রূপান্তরিত : হাড়জোড়া
পুষ্পমঞ্জরি আকর্ষে রূপান্তরিত : অনন্তলতা
পুষ্পাক্ষ আকর্ষে রূপান্তরিত : লতাকটকে
পত্রফলকের অগ্রাংশ আকর্ষে রূপান্তরিত : উলটচন্ডাল
উপপত্র আকর্ষে রূপান্তরিত : কুমারিকা
শাখা আকর্ষে রূপান্তরিত : কুমড়াে
মূল রােহিণী
যখন রােহিণী উদ্ভিদ কান্ডের পর্ব থেকে উৎপন্ন অস্থানিক মূলের সাহায্যে কোনাে অবলম্বনকে জড়িয়ে ওপরে ওঠে , তাদের মূল রােহিণী বলে । উদাহরণ — পান ( Piper betle ) , গজপিপুল ( Seindapsus officinalis ) ।
অঙ্কুশ রােহিণী
রােহিণী উদ্ভিদ যখন উদ্ভিদের কোনাে অংশ থেকে উৎপন্ন অঙ্কুশ বা হুকের সাহায্যে আঁকড়ে ধরে ওপরে ওঠে তাদের অঙ্কুশ রােহিণী বলে । উদাহরণ — কাঁঠালিচাঁপা ( Artabotrys odoratissimus ) ।
কণ্টক রােহিণী
রােহিণী উদ্ভিদ যখন দেহে উৎপন্ন কণ্টকের সাহায্যে কোনাে অবলম্বনকে জড়িয়ে ন ধরে ওপরে ওঠে তখন তাদের কন্টক রােহিণী বলে । উদাহরণ — বেত গাছের গাত্র কণ্টক ( Calamusrotang ) , বাগানবিলাসের ( Baugainvillea spectabilis ) শাখা কণ্টক ।