জীবন বিজ্ঞান

গুল্ম জাতীয় উদ্ভিদ কাকে বলে

গুল্ম জাতীয় উদ্ভিদ কাকে বলে

Screenshot 2021 06 14 at 17 53 51 set isolated shrub on wihite 260nw 1345942184 webp WEBP Image 591 × 280
গুল্ম জাতীয় উদ্ভিদ কাকে বলে

যেসব উদ্ভিদের কান্ড কাষ্ঠল কিন্তু গুঁড়িহীন অর্থাৎ ক্ষুদ্র কান্ড বিশিষ্ট এবং মাটির সামান্য উপরে ঝোপের মতো শাখাপ্রশাখা সৃষ্টি করে তাদের গুল্ম জাতীয় উদ্ভিদ বলে । উদাহরণ – গন্ধরাজ , চাঁপা , জবা , নয়নতারা , আকন্দ প্রভৃতি ।

গুল্ম জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য

গুল্ম জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি হল 一
i. এই জাতীয় উদ্ভিদের আকার মাঝারি হয় ।
ii. গুল্ম জাতীয় উদ্ভিদ সাধারণত ঝোপঝাড় বিশিষ্ট হয়।  
iii. এদের কান্ডের গোড়া থেকেই শাখাপ্রশাখা বের হয়।
iv. গুল্ম জাতীয় উদ্ভিদের কান্ড কাষ্ঠল কিন্তু গুঁড়িহীন হয় ।

error: Content is protected !!