গুল্ম জাতীয় উদ্ভিদ কাকে বলে

গুল্ম জাতীয় উদ্ভিদ কাকে বলে

Screenshot 2021 06 14 at 17 53 51 set isolated shrub on wihite 260nw 1345942184 webp WEBP Image 591 × 280
গুল্ম জাতীয় উদ্ভিদ কাকে বলে

যেসব উদ্ভিদের কান্ড কাষ্ঠল কিন্তু গুঁড়িহীন অর্থাৎ ক্ষুদ্র কান্ড বিশিষ্ট এবং মাটির সামান্য উপরে ঝোপের মতো শাখাপ্রশাখা সৃষ্টি করে তাদের গুল্ম জাতীয় উদ্ভিদ বলে । উদাহরণ – গন্ধরাজ , চাঁপা , জবা , নয়নতারা , আকন্দ প্রভৃতি ।

গুল্ম জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য

গুল্ম জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি হল 一
i. এই জাতীয় উদ্ভিদের আকার মাঝারি হয় ।
ii. গুল্ম জাতীয় উদ্ভিদ সাধারণত ঝোপঝাড় বিশিষ্ট হয়।  
iii. এদের কান্ডের গোড়া থেকেই শাখাপ্রশাখা বের হয়।
iv. গুল্ম জাতীয় উদ্ভিদের কান্ড কাষ্ঠল কিন্তু গুঁড়িহীন হয় ।

error: Content is protected !!