কান্ডের কাজ
কান্ডের কাজ
সাধারণ কাজ
i. কান্ড শাখাপ্রশাখা , পাতা , ফুল ও ফল সৃষ্টি করে এবং তাদের ধারণ করে ।
ii. কান্ড মূল দ্বারা শােষিত জল ও খনিজ লবণকে পাতায় সংবহন করে এবং পাতায় উৎপন্ন খাদ্যকে উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহণ করে ।
iii. প্রয়ােজন অনুযায়ী নতুন কোশ , কলা ও অঙ্গ সৃষ্টি করে যা স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে ।
বিশেষ কাজ
খাদ্য সঞ্চয় : কান্ড ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে । উদাহরণ — আলু ( Solanum tuberosum ) , আদা ( Zingiber officinale ) ইত্যাদির ভূ-নিম্নস্থ কান্ড ।
জল সঞ্চয় : ক্যাকটাস জাতীয় উদ্ভিদের কান্ড জল সঞ্চয় করে রাখে । উদাহরণ — ফণীমনসা ( Opunita dillenii ) ।
সালােকসংশ্লেষ : সব কান্ডই কচি অবস্থায় এবং পর্ণকান্ড সালােকসংশ্লেষ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে । যেমন — ফণীমনসা ।
আরােহণ : দুর্বল কান্ড যুক্ত উদ্ভিদের কান্ড আরােহণের জন্য আকর্ষ , হুক , কাঁটা প্রভৃতিতে রূপান্তরিত হয় । উদাহরণ — ঝুমকোলতা ( Passiflora ) ।
আত্মরক্ষা : আত্মরক্ষার জন্য উদ্ভিদের কাক্ষিক মুকুল কণ্টকে পরিণত হয় । উদাহরণ — লেবু , দুরন্ত , বেল ইত্যাদি ।
অঙ্গজ জনন : বিভিন্ন উদ্ভিদ কান্ডের সাহায্যে জনন সম্পন্ন করে । উদাহরণ — আলু , জবা ইত্যাদি ।
প্রতিকূলজীবিতা : আদা , হলুদ ( Curcuma indica ) প্রভৃতির ভ-ূনিম্নস্থ কান্ড প্রতিকূল অবস্থা অতিবাহিত করতে সাহায্য করে ।
প্রস্বেদন হ্রাস : পর্ণকান্ড , কণ্টক প্রভৃতিতে রূপান্তরিত হয়ে প্রস্বেদন হার হ্রাস করে । যথা – ফণীমনসা ( Opinia ) , দুরন্ত ( Duranta ) ।
যৌন জনন : কান্ড রূপান্তরিত হয়ে পুষ্প গঠন করে এবং যৌন জননে সহায়তা করে ।