একটি আদর্শ কান্ডের বিভিন্ন অংশ
Contents
একটি আদর্শ কান্ডের বিভিন্ন অংশ

একটি আদর্শ কান্ড ভ্রূণমুকুল থেকে গঠিত হয়ে সবসময় মাটির উপরের দিকে অর্থাৎ আলাের দিকে যায় । একে আলােক অনুকূলবর্তী ( Positively Phototropic ) বলে । আদর্শ কান্ড সাধারণত লম্বা এবং এর পরিধি গােলাকার হয় । একটি আদর্শ কান্ডে সাধারণত নিম্নলিখিত অংশগুলি থাকে , যেমন―
পর্ব
কান্ডের গায়ে প্রায় সমান দূরত্বে কতকগুলি গাঁট থাকে , এদের পর্ব বলাহয় । বহু গাছের গাঁট বা পর্ব অনেকটা ফোলা থাকে । উদাহরণ― বাঁশ ।
কাজ ― শাখা , কুঁড়ি , পাতা , ফুল , ফল সৃষ্টি করা ।
পর্বমধ্য
দুটি পর্বের মাঝের অংশকে পর্বমধ্য বলা হয় । এখানে কোনাে শাখা , পাতা ও ফুল থাকে না ।
কাজ ― কান্ডকে খাড়াভাবে রাখতে সাহায্য করে ।
পাতা
পর্ব থেকে উৎপন্ন সবুজ বর্ণের চ্যাপটা প্রসারিত অংশকে পাতা বলা হয় । প্রত্যেকটি পর্বে একটি দুটি বা বেশি পাতা থাকে ।
কাজ ― খাদ্য তৈরি করে ।
কক্ষ
পর্বে পাতা ও কান্ডের সংযােগস্থলে যে সূক্ষ্ম কোণের সৃষ্টি হয় , তাকে কক্ষ বলা হয় । এখানে মুকুল উৎপন্ন হয় ।
কাজ — শাখা প্রশাখা , ফুল , ফল ধারণ করে ।
মুকুল
পাতার কক্ষে যে মুকুল থাকে তাকে কাক্ষিক মুকুল ( Axillary bud ) বলে । কান্ডের শীর্ষে যে মুকুল থাকে তাকে অগ্রমুকুল বা শীর্ষ মুকুল ( Terminal bud ) বলে । পাতা ও কান্ডের কক্ষে দু’প্রকার কাক্ষিক মুকুল সৃষ্টি হয় — শাখামুকুল ও পুষ্পমুকুল ।
শাখামুকুল — যে মুকুল শাখা সৃষ্টি করে তাকে শাখামুকুল বলে । শাখামুকুল একপ্রকার অঙ্গজ মুকুল ( Vegetative bud ) । যে মুকুল থেকে পাতা গঠিত হয় তাকে পত্রমুকুল ( Leaf bud ) বলে ।
পুষ্পমুকুল — যে মুকুল থেকে ফুল হয় তাকে পুষ্পমুকুল বলে । পুষ্পমুকুলকে জনন মুকুলও বলা হয় । অনেক সময় একটির বেশি মুকুল কক্ষে জন্মায় । এদের উপমুকুল ( Accessory bud ) বলে । উদাহরণ — দুরন্ত ( Duranta ) , ছাতিম ( Alstonia ) ।
কাজ — কান্ডকে লম্বায় বাড়ায় ও জনন অঙ্গ উৎপন্ন করে ।
কান্ডের শাখা বিন্যাস
কান্ডের শাখা যে নির্দিষ্ট পদ্ধতিতে সাজানাে থাকে তাকে শাখা বিন্যাস বলে । শাখা বিন্যাস দু’ভাবে হয় — পার্শ্বীয় ও দ্ব্যগ্র বা দ্বিশীর্ষক শাখা । ভ্রূণমুকুল থেকে গঠিত উদ্ভিদের মাটির উপরের অক্ষ হল কান্ড । কান্ডের পত্ৰকক্ষ থেকে তির্যকভাবে উৎপন্ন ও কান্ডের মতাে গঠন যুক্ত অংশগুলিকে শাখা এবং শাখা থেকে একইভাবে নির্গত অংশকে প্রশাখা বলে । সাধারণত একবীজপত্রী উদ্ভিদ শাখাবিহীন হয় । দ্বিবীজপত্রী উদ্ভিদ শাখাপ্রশাখা গঠন করে ।
কাজ — শাখাপ্রশাখা গুলি ফুল ও ফল ধারণ করে ।