জীবন বিজ্ঞান

কান্ড কাকে বলে

কান্ড কাকে বলে

Parts of plant
কান্ড কাকে বলে

ভ্রূণমুকুল থেকে উৎপন্ন মাটির ওপরে অবস্থিত পর্ব , পর্বমধ্য , মুকুল প্রভৃতি সমন্বিত আলোক অনুকূলবর্তি বিটপ তন্ত্রের প্রধান অক্ষকে কান্ড বলে ।

কান্ড শাখাপ্রশাখা , পাতা , ফুল ও ফল ধারণ করে । কান্ডের আকার ও প্রকৃতি বিভিন্ন প্রকারের হয় , যেমন – ক্ষুদিপানার কান্ড  খুব ছােটো ; লাউ , কুমড়া প্রভৃতির কান্ড খুব সরু ও নরম—এরা লতিয়ে চলে ; অশ্বথ , বট প্রভৃতি উদ্ভিদের কান্ড শাখা প্রশাখা যুক্ত খুব মােটা , লম্বা এবং গুড়িসহ দৃঢ় প্রকৃতির হয় । নারিকেল , তাল , সুপারি প্রভৃতি একবীজপত্রী উদ্ভিদের কান্ড লম্বা , শুষ্ক , কাষ্ঠল ও শাখাহীন । অধিকাংশ উদ্ভিদের কান্ড মাটির উপর খাড়াভাবে থাকে । শাখা প্রশাখাসহ পাতা , ফুল , ফল প্রভৃতি নিয়ে উদ্ভিদের মাটির উপরের বায়ব অংশ গঠিত হয় । এরা উদ্ভিদের বিটপ তন্ত্র ( shoot system ) গঠন করে । 

শাখাপ্রশাখা প্রভৃতির ভার বহন করা কান্ডের অন্যতম প্রধান যান্ত্রিক কাজ । পাতায় জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ সংবহন ( conduction ) এবং বিভিন্ন অংশে খাদ্য পরিবহন ( transportation ) কান্ডের অন্যতম প্রধান জৈবনিক কাজ ।

কান্ডের বৈশিষ্ট্য 

i. কান্ড ভ্রূণের ভ্রূণমুকুল থেকে উৎপন্ন হয় । 

ii. কান্ড উদ্ভিদের ঊর্ধ্বগামী অক্ষ ( ascending axis ) । 

iii. কান্ড বায়ব ( aerial ) বা অর্ধবায়ব ( sub – aerial ) এবং কখনাে কখনাে মৃদগত ( underground ) হয় । 

iv. কান্ড আলােক অনুকূলবর্তী ( positively phototropic ) এবং অভিকর্ষ প্রতিকূলবর্তী ( negatively geo-tropic ) । 

v. তরুণ কান্ড সবুজ বর্ণের হওয়ায় সালােকসংশ্লেষে সক্ষম । 

vi. কান্ডে পর্ব ( nodes ) ও পর্বমধ্য ( internodes ) বর্তমান । 

vii. কান্ডের পর্ব থেকে পাতা শাখা উৎপন্ন হয় । 

viii. কান্ডে সর্বদাই মুকুল ( bud ) বর্তমান । 

ix. কান্ড শাখাপ্রশাখা , পাতা , ফুল ও ফল ধারণ করে । 

x. কান্ডের শাখাপ্রশাখা বহির্জনিষ্ণুভাবে ( exogenous ) উৎপত্তি লাভ করে । 

xi.  কান্ডে বহুকোশী রােম বর্তমান ( কান্ড রােম বিহীনও হতে পারে ) । 

xii. তরুণ কান্ডে পত্ররন্ধ্র ( stomata ) থাকতে পারে । 

xiii. কান্ডের নালিকা বান্ডিল সংযুক্ত এবং সমপার্শ্বীয় বা সমদ্বিপার্শ্বীয় ।

error: Content is protected !!