জীবন বিজ্ঞান

ঠেসমূল ও স্তম্ভ মূলের পার্থক্য

ঠেসমূল ও স্তম্ভ মূলের পার্থক্য

ঠেসমূলস্তম্ভ মূলের মধ্যে পার্থক্যগুলি হল一

ঠেসমূল :

1. এই প্রকার অস্থানিক মূল কান্ডের পর্ব থেকে উৎপন্ন হয় । 

2. ঠেস মূল তির্যকভাবে মাটিতে নেমে আসে কিন্তু স্তম্ভকার ধারণ করে না । 

3. কান্ডকে ঠেস দিয়ে রাখতে সাহায্য করে । 

4. ঠেস মূল কান্ডের ভার বহন করে । 

উদাহরণ : কেয়া ( Pandanus fascicularis ) ।

স্তম্ভ মূল :

1. এইপ্রকার অস্থানিক মূল কান্ডের শাখাপ্রশাখার পর্ব থেকে উৎপন্ন হয় । 

2. স্তম্ভ মূলগুলি লম্বভাবে নেমে এসে মাটিতে প্রবেশ করে এবং ক্রমশ মােটা হয়ে স্তম্ভকার ধারণ করে । 

3. উদ্ভিদের বড়াে শাখাগুলিকে দৃঢ়তা প্রদান করে । 

4. স্তম্ভ মূল উদ্ভিদের শাখাপ্রশাখার ভার বহন করে । 

উদাহরণ : বট ( Ficus benghalensis ) ।

error: Content is protected !!