পরাশ্রয়ী মূল ও আত্তীকরণ মূলের পার্থক্য

পরাশ্রয়ী মূল ও আত্তীকরণ মূলের পার্থক্য  

পরাশ্রয়ী মূলআত্তীকরণ মূলের মধ্যে পার্থক্যগুলি হল一

পরাশ্রয়ী মূল :

1. এই মূল বায়বীয় । 

2. পরাশ্রয়ী মূলের শীর্ষে ভেলামেন নামক কোশ আবরণী উপস্থিত । 

3. ক্লোরােফিল থাকে না , তাই সালােকসংশ্লেষে অক্ষম । 

4. পরাশ্রয়ী মূলের প্রধান কাজ হল বায়ু থেকে জলীয় বাষ্প শােষণ করা  । 

উদাহরণ : রাস্না ( Vanda roxburghii ) ।

আত্তীকরণ মূল :

1. এই মূল স্থলজ ও জলজ । 

2. আত্তীকরণ মূলে ভেলামেন থাকে না । 

3. ক্লোরােফিল থাকে , তাই সালােকসংশ্লেষে সক্ষম । 

4. আত্তীকরণ মূলের প্রধান কাজ হল সালােকসংশ্লেষ করা  । 

উদাহরণ : গুলঞ্চ ( Tinospora cordifolia ) ।

error: Content is protected !!