আত্তীকরণ মূল কাকে বলে

আত্তীকরণ মূল কাকে বলে 

images
আত্তীকরণ মূল কাকে বলে

উদ্ভিদের কান্ডের পর্ব থেকে উৎপন্ন যেসব অস্থানিক মূল ক্লোরােফিল যুক্ত এবং সালােকসংশ্লেষে সক্ষম তাদের আত্তীকরণ মূল বা অ্যাসিমিলেটরি রুট  বলা হয় । 

উদাহরণ — গুলঞ্চ ( Tinospora cordifolia ) , পানিফল ( Trapa bispinosa ) । 

বৈশিষ্ট্য — ( i ) অনেকগুলি রােহিণী জাতীয় উদ্ভিদের কান্ডের পর্ব থেকে সরু , লম্বা , সবুজ বায়বীয় মূল নির্গত হয় । ( ii ) মূলগুলিতে ক্লোরােফিল থাকায় সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে । অঙ্গার আত্তীকরণে সক্ষম বলে এই মূলকে আত্তীকরণ মূল বলে ।

কাজ — খাদ্য তৈরি করা ।

error: Content is protected !!