আত্তীকরণ মূল কাকে বলে
আত্তীকরণ মূল কাকে বলে

উদ্ভিদের কান্ডের পর্ব থেকে উৎপন্ন যেসব অস্থানিক মূল ক্লোরােফিল যুক্ত এবং সালােকসংশ্লেষে সক্ষম তাদের আত্তীকরণ মূল বা অ্যাসিমিলেটরি রুট বলা হয় ।
উদাহরণ — গুলঞ্চ ( Tinospora cordifolia ) , পানিফল ( Trapa bispinosa ) ।
বৈশিষ্ট্য — ( i ) অনেকগুলি রােহিণী জাতীয় উদ্ভিদের কান্ডের পর্ব থেকে সরু , লম্বা , সবুজ বায়বীয় মূল নির্গত হয় । ( ii ) মূলগুলিতে ক্লোরােফিল থাকায় সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে । অঙ্গার আত্তীকরণে সক্ষম বলে এই মূলকে আত্তীকরণ মূল বলে ।
কাজ — খাদ্য তৈরি করা ।