জীবন বিজ্ঞান

আরোহী মূল কাকে বলে

আরোহী মূল কাকে বলে 

index 2
আরোহী মূল কাকে বলে

রােহিণী শ্রেণির উদ্ভিদের পর্ব থেকে যে অস্থানিক মূল নির্গত হয়ে নিকটবর্তী কোনাে উদ্ভিদ বা আশ্রয়কে জড়িয়ে ধরে ক্রমশ ওপরের দিকে বৃদ্ধি পায় বা আরোহণে সাহায্য করে সেই মূলগুলিকে আরােহী মূল বা ক্লাইম্বিং রুট  বলা হয় । 

উদাহরণ — পান ( Piper betle ) , গজপিপুল ( Scindapsus officinalis ) ইত্যাদি ।

বৈশিষ্ট্য — ( i ) কতকগুলি রােহিনী জাতীয় উদ্ভিদের বিভিন্ন পর্ব থেকে অস্থানিক মূল উৎপন্ন হয় । ( ii ) এই মূলগুলি আশ্রয়দাতা উদ্ভিদকে আঁকড়ে ধরে এবং দুর্বল কান্ডকে উপরের দিকে উঠতে বিশেষ সাহায্য করে । আরােহণে সাহায্য করে বলে এদের আরােহী মূল বলা হয় ।

কাজ — আরােহণে সাহায্য করা ।

error: Content is protected !!