পরাশ্রয়ী মূল কাকে বলে
পরাশ্রয়ী মূল কাকে বলে

পরাশ্রয়ী উদ্ভিদের কান্ডের পর্ব থেকে যে অস্থানিক মূল উৎপন্ন হয়ে মুক্ত ভাবে বাতাসে ঝুলে থাকে এবং বাতাস থেকে জলীয় বাষ্প শােষণ করে সেই মূলগুলিকে পরাশ্রয়ী মূল বা বায়বীয় মূল বা এপিফাইটিক রুট বলে । এই মূলে কর্টেক্সের বহির্ভাগে ভেলামেন ( velamen ) নামক একপ্রকার নরম স্পঞ্জের মতাে কলার স্তর বিদ্যমান । এই ভেলামেনের সাহায্যে বায়বীয় বা পরাশ্রয়ী মূল জল শােষণ করে ।
উদাহরণ — রাস্না ( Vanda roxburghii ) ।
বৈশিষ্ট্য — ( i ) অনেকগুলি পরাশ্রয়ী উদ্ভিদের কান্ডের পর্ব থেকে অস্থানিক মূল উৎপন্ন হয় এবং বাতাসে ঝুলতে থাকে । ( ii ) এই মূলগুলির গায়ে একরকম নরম কলার বহিরাবরণী গঠিত হয় । একে ভেলামেন ( Vela men ) বলা হয় । ভেলামেনের ব্লটিং পেপারের মতাে তরল পদার্থ শােষণের ক্ষমতা থাকে ।
কাজ — এই ভেলামেনের সাহায্যে বায়বীয় বা পরাশ্রয়ী মূল বাতাস থেকে জলীয় বাষ্প শােষণ করে ।