ঠেসমূল কাকে বলে
ঠেসমূল কাকে বলে

যে অস্থানিক মূল কান্ডের গােড়ার দিকের কয়েকটি পর্ব থেকে উৎপন্ন হয়ে তির্যকভাবে মাটিতে প্রবেশ করে সেই মূলগুলিকে ঠেসমূল বা স্টিল্ট রুট বলে ।
বৈশিষ্ট্য — ( i ) এই প্রকার অস্থানিক মূল কান্ডের পর্ব থেকে তির্যকভাবে মাটিতে প্রবেশ কবে । ( ii ) মূলগুলি উদ্ভিদেব দুর্বল কান্ডকে ঠেস দিযে খাড়াভাবে দাঁড়াতে সাহায্য করে ।
কাজ — ঠেসমূল গাছকে সােজা হয়ে দাঁড়াতে সাহায্য করে এবং মাটি থেকে জল ও খনিজ লবণের শােষণে সহায়তা করে ।
উদাহরণ — কেয়া ( Pandanus fascicularis ) , ভুট্টা ( Zea mays ) ইত্যাদি ।