জীবন বিজ্ঞান

ঠেসমূল কাকে বলে

ঠেসমূল কাকে বলে 

ঠেসমূল কাকে বলে

যে অস্থানিক মূল কান্ডের গােড়ার দিকের কয়েকটি পর্ব থেকে উৎপন্ন হয়ে তির্যকভাবে মাটিতে প্রবেশ করে সেই মূলগুলিকে ঠেসমূল বা স্টিল্ট রুট  বলে ।

বৈশিষ্ট্য — ( i ) এই প্রকার অস্থানিক মূল কান্ডের পর্ব থেকে তির্যকভাবে মাটিতে প্রবেশ কবে । ( ii ) মূলগুলি উদ্ভিদেব দুর্বল কান্ডকে ঠেস দিযে খাড়াভাবে দাঁড়াতে সাহায্য করে । 

কাজ — ঠেসমূল গাছকে সােজা হয়ে দাঁড়াতে সাহায্য করে এবং মাটি থেকে জল ও খনিজ লবণের শােষণে সহায়তা করে ।

উদাহরণ — কেয়া ( Pandanus fascicularis ) , ভুট্টা ( Zea mays ) ইত্যাদি । 

error: Content is protected !!