স্তম্ভমূল কাকে বলে
স্তম্ভমূল কাকে বলে

যে অস্থানিক মূল কান্ডের শাখাপ্রশাখা থেকে উৎপন্ন হয়ে খাড়াভাবে নীচের দিকে নেমে এসে মাটিতে প্রবেশ করে এবং আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে স্থূল হয়ে স্তম্ভের আকার ধারণ করে সেই মূলগুলিকে স্তম্ভমূল বা প্রোপরুট বলে ।
এইপ্রকার অস্থানিক মূল কান্ডের প্রসারিত শাখা থেকে গুচ্ছাকারে উৎপন্ন হয়ে নীচের দিকে ঝুলতে থাকে । এই মূলের অগ্রভাগে মূলত্র থাকে । ক্রমে খাড়াভাবে নীচের দিকে নেমে মাটিতে প্রবেশ করে এবং ক্রমশ স্থূল হয়ে স্তম্ভের আকার ধারণ করে । শাখার ভার বহন করা এই মূলের প্রধান কাজ । তবে উদ্ভিদের প্রধান কান্ড নষ্ট হয়ে গেলে এই স্তম্ভমূল কান্ডের ভূমিকা গ্রহণ করে ।
উদাহরণ : বটগাছ ( Ficus benghalensis ) ।