কন্দাল মূল কাকে বলে
কন্দাল মূল কাকে বলে

যে সব অস্থানিক মূল ব্রততী ( creeping ) জাতীয় উদ্ভিদের ভূমি সংলগ্ন কান্ডের পর্ব থেকে উৎপন্ন হয় এবং খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে অনির্দিষ্ট আকার ধারণ করে সেই মূলগুলিকে কন্দাল মূল বা টিউবারাস রুট বলে ।
বৈশিষ্ট্য 一 ( i ) ব্রততী শ্রেণির উদ্ভিদে এই মূল দেখা যায় । ( ii ) কান্ডের গােড়া থেকে অস্থানিক মূল সৃষ্টি হয় । ( iii ) খাদ্য সঞ্চয়ের জন্য মূলগুলি কন্দের মতাে স্ফীত হয় । ( iv ) এদের কোনাে নির্দিষ্ট আকার থাকে । উদাহরণ 一 রাঙাআলু ( ipomoea batatas ) , অর্কিস ( Orchis ) , শাখ আলু ( pachyrhizus angulatus ) ।
কাজ 一 খাদ্য সঞ্চয় করা ।