জীবন বিজ্ঞান

প্রধান মূল ও গুচ্ছ মূলের পার্থক্য

প্রধান মূল ও গুচ্ছ মূলের পার্থক্য

প্রধান মূল ও গুচ্ছ মূলের মধ্যে পার্থক্য গুলি হল一

প্রধান মূল : 

1. এই মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন হয় । 

2. প্রধান মূল শাখাপ্রশাখা যুক্ত ।  

3. এই মূল মাটির গভীরে প্রবেশ করে । 

4. প্রধান মূল দ্বিবীজপত্রী উদ্ভিদে দেখা যায় ।

গুচ্ছ মূল :

1. গুচ্ছ মূল ভ্রূণমূল নষ্ট হয়ে যাওয়ার পর বীজপত্রাবকান্ড থেকে উৎপন্ন হয় । 

2. এই মূল সাধারণত শাখাপ্রশাখা বিহীন । 

3. এই মূল মাটির গভীরে প্রবেশ করে না । 

4. গুচ্ছ মূল একবীজপত্রী উদ্ভিদে দেখা যায় ।

error: Content is protected !!