মূলের কাজ
Contents
মূলের কাজ
মূলের কাজকে দু’ভাগে বিভক্ত করা যায় , যেমন — সাধারণ কাজ ( Normal function ) , বিশেষ কাজ ( Special function ) এবং অঙ্গজ জননের কাজ ( Function of Vegetative reproduction ) ।
সাধারণ কাজ
সাধারণ কাজকে দু’ভাগে বিভক্ত করা যায় , যেমন — যান্ত্রিক কাজ ( Mechanical function ) ও শারীরবৃত্তীয় কাজ ( Physiological function ) ।
যান্ত্রিক কাজ :
মূল ও তার শাখাপ্রশাখা উদ্ভিদকে মাটির সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ রাখে ।
শারীরবৃত্তীয় কাজ :
( i ) শোষণ : মূলরােমের সাহায্যে জল ও জলে দ্রবীভূত লবণ মাটি থেকে শােষণ করে ।
( ii ) সংবহন : মূল দিয়ে শােষিত জল ও জলে দ্রবীভূত লবণ কান্ড ও শাখায় যায় ।
( iii ) খাদ্য জাতীয় : স্থায়ী অঞ্চলে মূল সামান্য পরিমাণ খাদ্য সঞ্চয় করে রাখতে পারে ।
বিশেষ কাজ
মূলের বিশেষ কাজগুলি পরিবর্তিত মূলের সাহায্যে ঘটে । এই কাজগুলি হল—
( i ) উদ্ভিদের ঠেসমূল কান্ডকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে । উদাহরণ — কেয়া ( Pandanus tectorius ) ।
( ii ) চোষক মূল দিয়ে পরজীবী উদ্ভিদ আশ্রয়দাতা উদ্ভিদ থেকে খাদ্য শোষণ করে । উদাহরণ — স্বর্ণলতা ( Cuscuta reflexa ) ।
( iii ) লবণাম্বু উদ্ভিদ শ্বাসমূল গঠন করে শ্বসনের কাজ চালায় । উদাহরণ — গরান ( Ceriops roxburghiana ) , সুন্দরী ( Heritiera minor ) ।
( iv ) সবুজ মূল সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে । উদাহরণ — গুলঞ্চ ( Tinospora cordifolia ) , পানিফল ( Trapa bispinosa ) ।
( v ) উদ্ভিদের পর্ব থেকে সৃষ্ট আরােহীমূল অবলম্বনকে জড়িয়ে ধরে উপরে উঠতে সাহায্য করে । উদাহরণ — পান ( Piper betle ) , গজপিপুল ( Scindapsus officinalis ) ।
( vi ) অর্কিড জাতীয় পরাশ্রয়ী উদ্ভিদের দৃঢ় সংলগ্নী মূল ( Clinging root ) আশ্রয়দাতা উদ্ভিদকে আবদ্ধ রাখতে সাহায্য করে । উদাহরণ — রাস্না ( Vanda roxburghii ) ।
( vii ) স্তম্ভমূল কান্ডের শাখাপ্রশাখার ভার বহন করে । উদাহরণ — বট ( ficus benghalensis ) ।
( viii ) সংকোচীমূল উদ্ভিদের বায়বীয় অংশকে উল্লম্বভাবে অবস্থানে সাহায্য করে । উদাহরণ — কলাবতী ( Canna indica ) , পেঁয়াজ ( Allium cepa ) ।
অঙ্গজ জননের কাজ
অনেকগুলি উদ্ভিদের অস্থানিক মূল থেকে মুকুল গঠিত হয় । মুকুলগুলি জননে সাহায্য করে । উদাহরণ — পটল (trichosanthes dioica ) , শিশু ( Dalbergia sissoo ) ।