জীবন বিজ্ঞান

স্থানিক মূল ও অস্থানিক মূলের পার্থক্য

স্থানিক মূল ও অস্থানিক মূলের পার্থক্য

স্থানিক মূলঅস্থানিক মূলের মধ্যে পার্থক্য গুলি হল一

স্থানিক  মূল :

1. ভ্রূণমূল থেকে স্থানিক মূল উৎপন্ন হয় । 

2. প্রাথমিক মূল বেড়ে শাখাপ্রশাখা যুক্ত প্রধান মূল গঠন করে । 

3. প্রধান মূল , শাখা মূল ও প্রশাখা মূল নিয়ে প্রধান মূলতন্ত্র গঠিত হয় । 

4. স্থানিক মূল মাটি থেকে রস শােষণ , খাদ্য সঞ্চয় , দৃঢ়তা দান প্রভৃতি কাজ করে । 

5. দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য ।

অস্থানিক মূল :

1. ভ্রূণমূল ছাড়া অন্য কোনাে অঙ্গ , যেমন — কান্ড বা পাতা থেকে অস্থানিক মূল উৎপন্ন হয় । 

2. অস্থানিক মূল সাধারণত নরম ও শাখাহীন । 

3. অস্থানিক মুলতন্ত্রে স্থানিক মূলের মতাে প্রধান মুল , শাখা মূল ও প্রশাখা মূল থাকে না । 

4. অস্থানিক মূল মাটি থেকে বস শােষণ , খাদ্য সঞ্চয় , শ্বসন , জনন প্রভৃতি কাজ করে । 

5. একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য ।

error: Content is protected !!