স্থানিক মূল কাকে বলে
স্থানিক মূল কাকে বলে

ভ্রূণমূল থেকে উৎপন্ন শাখাপ্রশাখা যুক্ত স্থায়ী মূলকে প্রধান মূল বা স্থানিক মূল বলে । দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজমধ্যস্থ ভ্রূণমূল বা র্যাডিকল ( radicle ) -টি বৃদ্ধি পেয়ে যখন মাটিতে প্রবেশ করে তখন সেটিকে প্রাথমিক মূল ( primary root ) বলে । প্রাথমিক মূল ক্রমশ বৃদ্ধি পেয়ে শাখাপ্রশাখা যুক্ত হয়ে যে দৃঢ় মূল গঠন করে , তাকে প্রধান মূল ( taproot ) বলে । প্রধান মূল সরাসরি ভ্রূণমূল থেকে উৎপন্ন হয় বলে একে স্থানিক মূল বা প্রকৃত মূল ( true root ) বা সাধারণ মূল ( normal root ) বলে ।
প্রধান মূল থেকে নির্গত শাখাকে শাখা মূল ( branch root ) এবং শাখা মূল থেকে নির্গত মূলকে প্রশাখা মূল ( tertiary root ) বলে । প্রধান মূল এবং তার থেকে সৃষ্ট শাখাপ্রশাখার সমন্বয়ে সৃষ্ট মূলতন্ত্রকে প্রধান মূলতন্ত্র ( tap root system ) বলে ।
উদাহরণ : আম , জাম , কাঁঠাল , বট , লাউ , কুমড়াে প্রভৃতি দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান মূল বর্তমান ।