জীবন বিজ্ঞান

মূল কাকে বলে

মূল কাকে বলে

Screenshot 2021 06 08 at 18 48 26 plant roots illustration made suare 800x webp WEBP Image 800 × 800 pixels — Scaled 80 1
মূল কাকে বলে

ভ্রূণমূল থেকে গঠিত নিম্নাভিমুখী , মুকুল , পর্ব ও পর্বমধ্য , বর্ণবিহীন অঙ্গ যা উদ্ভিদ দেহকে মাটিতে আবদ্ধ রাখে এবং জল ও জলে দ্রবীভূত লবণ শােষণ করে তাকে মূল বলে ।  

মূলের বৈশিষ্ট্য 

মূলের বৈশিষ্ট্য গুলি হল一

i. মূল উদ্ভিদের অধােগামী অঙ্গ ( descending part ) । 

ii. মূল অভিকর্ষের অনুকূলে ( positively geotrophic ) এবং আলাের প্রতিকূলে ( negatively phototropic ) বৃদ্ধি পায় । 

iii. মূলে পর্ব ও পর্বমধ্য থাকে না । 

iv. মূলে পাতা ও ফুল সৃষ্টি হয় না । 

v. মূলে সাধারণত অঙ্গজ মুকুল ( vegetative bud ) থাকে না ( ব্যতিক্রম — পটল ( Trichosanthes dioica ) , শিশু ( Dalbergia sissoo ) , রাঙা আলু ( Ipomoea batatas ) প্রভৃতি উদ্ভিদ মূলে অঙ্গজ মুকুল বর্তমান ) । 

vi. মূলের কোশে ক্লোরােফিল না থাকায় মূল বর্ণহীন ( ব্যতিক্রম — পানিফল ( Trapa matans ) , গুলঞ্চ ( Tinospora cordifolia ) প্রভৃতি উদ্ভিদের মূলে ক্লোরােফিল উপস্থিত ) । 

vii. মূলে কেবল পার্শ্বীয় শাখামূল জন্মায় এবং শাখামূলগুলি অগ্রোন্মুখভাবে ( acropetal order ) উৎপন্ন হয় । 

viii. শাখামূল অন্তৰ্জনি‌ষ্ণুভাবে ( endogenous ) অর্থাৎ মূলের ভিতরের অংশ ( পরিচক্র ) থেকে উৎপন্ন হয় । 

ix. মূলের অগ্রভাগে মূলত্র ( root cap ) বা মূলজেব ( root pocket ) থাকে । 

x. মূলের একটি নির্দিষ্ট অঞ্চলে সূক্ষ্ম এককোশী মূলরােম ( root hair ) থাকে । মূলরােমগুলি বহির্জনি‌ষ্ণু ( exogenous ) অর্থাৎ মূলের বাইরের অংশ ( ত্বক বা এপিব্লেমা ) থেকে উৎপন্ন হয় । 

xi. মূলে কিউটিকল ( cuticle ) -এর আবরণ থাকে না । 

xii. মূলের নালিকা বান্ডিল অরীয় ( radial ) প্রকৃতির , অর্থাৎ জাইলেমফ্লোয়েম কলাগুচ্ছ পৃথকভাবে অবস্থান করে । 

xiii. মূলের জাইলেম এক্সার্ক ( exarch ) প্রকৃতির । 

**মূলহীন উদ্ভিদ : ( i ) উলফিয়া ( Wolffia arrhiza ) , ( ii ) জল ঝাঁঝি ( Utricularia stellaris ) 

**অঙ্গজ দেহ কেবল মূল দিয়ে গঠিত : র‍্যাফ্লেসিয়া ( Rafflesia amoldi ) , অরসিউথােবিয়াম ( Arceuthobium minutissimum ) প্রভৃতি পরজীবী উদ্ভিদ ।

error: Content is protected !!