মূল ও কান্ডের পার্থক্য
মূল ও কান্ডের পার্থক্য
মূল ও কান্ডের মধ্যে পার্থক্য গুলি হল 一
মূল :
1. এপিব্লেমার বাইরের দিকে কিউটিকল থাকে না ।
2. মূলরােম এককোশী ।
3. অধস্ত্বক থাকে না ।
4. নালিকা বান্ডিল অরীয় ।
5. মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রােটোজাইলেম পরিধির দিকেই অবস্থিত অর্থাৎ এক্সার্ক ।
6. বহিঃস্তর প্রশস্ত , অন্তস্ত্বক সুস্পষ্ট ।
কান্ড :
1. এপিডারমিসের বাইরের দিকে কিউটিকল থাকে ।
2. কান্ডরোম বহুকোশী ।
3. অধস্ত্বক বর্তমান ।
4. নালিকা বান্ডিল সমপার্শ্বীয় বা সমদ্বিপার্শ্বীয় ।
5. মেটাজাইলেম পরিধির দিকে এবং প্রােটোজাইলেম কেন্দ্রের দিকে অবস্থিত অর্থাৎ এন্ডার্ক ।
6. বহিঃস্তর সংকীর্ণ , অন্তস্ত্বক অস্পষ্ট ।