জীবন বিজ্ঞান

একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন

একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন

IMG ২০২১০৬০৭ ১২০৬২৩1
একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন

একবীজপত্রী মূলের ( কচু ) প্রস্থচ্ছেদ করে অণুবীক্ষণ যন্ত্রে দেখলে নিম্নলিখিত কলাগুলিকে বাইরের থেকে ভিতরের দিকে যথাক্রমে বিন্যস্ত থাকতে দেখা যায়—

ত্বক ( Epidermis )

ঠিক দ্বিবীজপত্রী মূলের মতােই । একসারি পাতলা প্রাচীর বিশিষ্ট সজীব প্যারেনকাইমা কোশ দ্বারা গঠিত এবং মূলরােম বিশিষ্ট । 

বহিঃস্তর ( Cortex ) 

দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের মতাে গঠন । এক্ষেত্রে বহিঃস্তর দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের তুলনায় অধিক চওড়া ( thick ) অর্থাৎ বহুস্তর বিশিষ্ট হয় । অন্তস্ত্বক ( endodermis ) দ্বিবীজপত্রী মূলের মতােই । অন্তস্ত্বকে ক্যাসপেরিয়ান পটিবিশিষ্ট কোশ ব্যতীত আরও কতকগুলি পাতলা কোশপ্রাচীর বিশিষ্ট কোশ ( ঠিক জাইলেম কলাগুচ্ছের ওপর ) দেখা যায় — এদের প্যাসেজ কোশ বলে । সুতরাং একবীজপত্রী মূলের অন্তস্ত্বক দু -প্রকার কোশ দ্বারা গঠিত , যেমন — অন্তস্ত্বক কোশ এবং প্যাসেজ কোশ । 

কেন্দ্ৰস্তম্ভ বা স্টিলি ( Stele ) : দ্বিবীজপত্রী মূলের মতাে । 

পরিচক্র ( Pericycle ) : দ্বিবীজপত্রী মূলের মত । 

নালিকা বান্ডিল ( Vascular bundle ) : দ্বিবীজপত্রী মূলের মতাে অরীয় ( radial ) ধরনের , কিন্তু নালিকা বান্ডিলগুলির সংখ্যা অনেক অর্থাৎ তারা অনির্দিষ্ট সংখ্যক । নালিকা বান্ডিল সংখ্যায় 6 -এর বেশি হয় । এক্ষেত্রে ফ্লোয়েম কলার বাইরের দিকে স্ক্লেরেনকাইমা থাকে না । যােজক কলা প্যারেনকাইমা দ্বারা গঠিত । 

মজ্জা ( Pith ) : এটি খুবই স্পষ্ট এবং সুগঠিত । মজ্জা সুবিস্তৃত এবং কোশান্তররন্ধ্র বিশিষ্ট , প্যারেনকাইমা কোশ দ্বারা গঠিত ।

error: Content is protected !!