জীবন বিজ্ঞান

দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার প্রস্থচ্ছেদ

Contents

দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার প্রস্থচ্ছেদ

IMG ২০২১০৬০৬ ১৭৪৩৪০1
দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার প্রস্থচ্ছেদ

একটি আমপাতার পাতলা প্রস্থচ্ছেদ করে অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করলে কলাতন্ত্রের নিম্নরূপ বিন্যাস লক্ষ করা যায়— 

ত্বক কলাতন্ত্র 

আমপাতার উর্ধ্ব ও নিম্নত্বক একস্তর বিশিষ্ট প্যারেনকাইমা কলা দ্বারা গঠিত । প্যারেনকাইমার ওপরে পুরু কিউটিকলের আস্তরণ থাকে । পাতার নিম্নত্বকে দুটি করে প্রহরীকোশ দ্বারা বেষ্টিত অসংখ্য পত্ররন্ধ্র থাকে ।

আদি কলাতন্ত্র 

ঊর্ধ্ব ও নিম্নত্বকের মাঝে অবস্থিত আদি কলাতন্ত্র মেসােফিল নামক প্যারেনকাইমা কলা দ্বারা গঠিত । এই কলার ঊর্ধত্বক সংলগ্ন অংশের প্যারেনকাইমা কোশগুলি লম্বাটে ধরনের এবং কাছাকাছি অবস্থিত । এদের বলে প্যালিসেড প্যারেনকাইমা । অপর দিকে নিম্নত্বক সংলগ্ন প্যারেনকাইমা কোশগুলি ডিম্বাকার এবং প্রচুর আন্তঃকোশীয় রন্ধ্রযুক্ত । একে বলে স্পঞ্জি প্যারেনকাইমা । 

সংবহন কলাতন্ত্র 

এদের সংবহন কলাতন্ত্র ছােটো বড়াে নানা ধরনের নালিকা বান্ডিল আকারে থাকে । নালিকা বান্ডিলে জাইলেম উর্ধ্বত্বকের দিকে এবং ফ্লোয়েম নিম্নত্বকের দিকে অবস্থান করে নালিকা বান্ডিলগুলি একস্তর বিশিষ্ট প্যারেনকাইমা কলার বান্ডিল আবরণী দ্বারা ঘেরা থাকে ।

error: Content is protected !!