সংবহন কলাতন্ত্র কাকে বলে

সংবহন কলাতন্ত্র কাকে বলে

জাইলেম ফ্লোয়েম নামক জটিল কলা দ্বারা গঠিত যে কলাতন্ত্র উদ্ভিদ দেহে জল , খনিজ লবণ ও খাদ্যকে একস্থান থেকে অন্যস্থানে পরিবহন করে তাকে সংবহন কলাতন্ত্র বলে । 

সংবহন কলা তন্ত্রের অবস্থান

উদ্ভিদ দেহে পরিচক্র দ্বারা বেষ্টিত কেন্দ্ৰস্তম্ভ অংশে জাইলেম ও ফ্লোয়েম ছােটো ছােটো গুচ্ছ তৈরি করে সুসজ্জিতভাবে অবস্থান করে । এদের প্রতিটি গুচ্ছকে বলা হয় নালিকা বান্ডিল ।  একবীজপত্রী কান্ডে পরিচক্র না থাকায় কেন্দ্ৰস্তম্ভ গঠিত হয় না । এক্ষেত্রে নালিকা বান্ডিলগুলি কান্ডের সমস্ত অংশে ছড়িয়ে থাকে । নালিকা বান্ডিলের মধ্যে সংবহন কলাদ্বয় অর্থাৎ জাইলেম ও ফ্লোয়েম কাছাকাছি থাকতে পারে অথবা তাদের মাঝখানে ভাজক কলা থাকতে পারে । ভাজক কলা বিহীন নালিকাবান্ডিলকে বলা হয় বদ্ধনালিকা বান্ডিল এবং ভাজক কলা যুক্ত নালিকা বান্ডিলকে বলে মুক্তনালিকা বান্ডিল । বদ্ধনালিকা বান্ডিল থাকে একবীজপত্রী উদ্ভিদের কান্ডে এবং মুক্ত নালিকা বান্ডিল থাকে দ্বিবীজপত্রীর কান্ডে । মূলে জাইলেম ও ফ্লোয়েম পাশাপাশি অবস্থান করে । একে বলে অরীয় নালিকা বান্ডিল । 

সংবহন কলা তন্ত্রের কাজ

i. জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ এবং পাতায় তৈরি খাদ্য পরিবহন করা সংবহন কলাতন্ত্রের কাজ । 

ii.  এই কলা উদ্ভিদদেহকে দৃঢ়তা দান করে ।

error: Content is protected !!