জীবন বিজ্ঞান

প্রোটোজাইলেম ও মেটাজাইলেম এর মধ্যে পার্থক্য

প্রোটোজাইলেম ও মেটাজাইলেম এর মধ্যে পার্থক্য  

প্রোটোজাইলেম ও মেটাজাইলেম এর মধ্যে পার্থক্যগুলি হল 一

প্রোটোজাইলেম :

1. প্রােক্যাম্বিয়াম থেকে প্রথম উৎপন্ন হয় । 

2. এরা ছােটো গহ্বর যুক্ত জাইলেম বাহিকা । 

3. ট্রাকিড , ট্রাকিয়া ও জাইলেম প্যারেনকাইমা নিয়ে গঠিত । 

4. কান্ডের কেন্দ্রের দিকে সজ্জিত থাকে ।

5. কোশপ্রাচীরের স্থূলীকরণ সাধারণত বলাকার বা সর্পিলাকার ।

মেটাজাইলেম :

1. প্রােক্যাম্বিয়াম থেকে পরে উৎপন্ন হয় । 

2. এরা বড়াে গহ্বর যুক্ত জাইলেম বাহিকা । 

3. ট্রাকিড , ট্রাকিয়া , জাইলেম প্যারেনকাইমা ও জাইলেম তন্তু নিয়ে গঠিত । 

4. মূলের কেন্দ্রের দিকে সজ্জিত থাকে । 

5. কোশপ্রাচীরের স্থূলীকরণ জালিকাকার , সােপানাকার অথবা কূপাঙ্কিত ।

error: Content is protected !!