জীবন বিজ্ঞান

স্টিলি কাকে বলে

স্টিলি কাকে বলে

Screenshot ২০২১০৬০৬ ১১৫১১৩
স্টিলি কাকে বলে

উদ্ভিদ অঙ্গে ( কান্ড ও মূল ) উপস্থিত অন্তস্ত্বক ( এন্ডােডারমিস , পেরিসাইকেল ) দ্বারা পরিবৃত , প্রধানত জাইলেম , ফ্লোয়েম দ্বারা গঠিত , জল ও খাদ্য সংবহনকারী , স্তম্ভের ন্যায় কেন্দ্রীয় অঞ্চলকে কেন্দ্ৰ স্তম্ভ বা স্টিলি বলে । 

স্টিলি প্রধানত সংবহন কলা ( জাইলেম ও ফ্লোয়েম ) ছাড়াও ভূমি কলার অন্যান্য অংশ — পরিচক্র , মজ্জা ও মজ্জাংশু এর অন্তর্ভুক্ত । 

উদ্ভিদ অক্ষের পরিস্ফুটনের ভিত্তিতে উদ্ভিদ বিজ্ঞানীরা ( Smith , 1955 ; Esau , 1965 ; Fahn , 1982 ) স্টিলিকে প্রধান দু-ভাগে ভাগ করেছেন । যথা — প্রোটোস্টিলিসাইফোনোস্টিলি

প্রােটোস্টিলি 

মজ্জাবিহীন জাইলেম ও ফ্লোয়েম কলা নিয়ে গঠিত স্টিলিকে প্রােটোস্টিলি বলে । এই প্রকার স্টিলি সর্বাপেক্ষা সরল ও সহজ । মজ্জা না থাকায় এই স্টিলি কেবল জাইলেম ও ফ্লোয়েম কলা নিয়ে গঠিত । এক্ষেত্রে কেন্দ্রীয় জাইলেম স্তম্ভকটি ফ্লোয়েম কলা দ্বারা পরিবৃত থাকে অথবা জাইলেম ও ফ্লোয়েম কলা পরস্পর মিশে প্লেট বা পট্টির মতাে গঠনে কেন্দ্রে বিন্যস্ত থাকে অথবা জাইলেম কলা ক্ষুদ্র ক্ষুদ্র আকারে বিক্ষিপ্তভাবে ফ্লোয়েম কলায় নিহিত থাকে । লেপিডোফাইটা , টেরিডােফাইটা এবং কয়েকপ্রকার জলজ গুপ্তবীজী উদ্ভিদের প্রােটোস্টিলি থাকে । প্রােটোস্টিলি চার রকমের হয় , যথা — i. হ্যাপ্লোস্টিলি , ii. অ্যাকটিনােস্টিলি , iii. প্লেক্টোস্টিলি এবং iv. অরীয়স্টিলি । 

সাইফোনোস্টিলি বা টিউবিউলার স্টিলি 

এই প্রকার স্টিলির ক্ষেত্রে প্যারেনকাইমা কোশ দিয়ে গঠিত বলয়াকার মজ্জা উপস্থিত থাকে , জাইলেম ও ফ্লোয়েম কলা মজ্জাকে বলয়াকারে বেষ্টন করে থাকে । এই প্রকার স্টিলি টেরিডােফাইটার অন্তর্গত ফার্ন এবং ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদদের কান্ডে দেখা যায় । সুতরাং কেন্দ্রস্থলে প্যারেনকাইমা কলা দিয়ে গঠিত বেলনাকার মজ্জাবিশিষ্ট স্টিলিকে সাইফোনোস্টিলি বা টিউবিউলার স্টিলি বলে । জাইলেম ফ্লোয়েম কলার অবস্থান অনুযায়ী সাইফোনেস্টিলি দু-রকমের হয় , যথা — i. এক্টোফ্লোয়িক সাইফোনোস্টিলি , ii. অ‍্যাম্ফিফ্লোয়িক সাইফোনোস্টিলি

error: Content is protected !!