জীবন বিজ্ঞান

ক্যাম্বিয়াম ও কর্ক ক্যাম্বিয়ামের পার্থক্য

ক্যাম্বিয়াম ও কর্ক ক্যাম্বিয়ামের পার্থক্য

ক্যাম্বিয়াম ও কর্ক ক্যাম্বিয়ামের মধ্যে পার্থক্য গুলি হল─

ক্যাম্বিয়াম :

1. অন্তঃস্টিলীয় গৌণ ভাজক কলা । 

2. ক্যাম্বিয়াম কোশগুলি ফিউজিফর্ম ইনিশিয়াল ও রে-ইনিশিয়ালে বিভেদিত । 

3. বাইরের দিকে গৌণ ফ্লোয়েম ও ভেতরের দিকে গৌণ জাইলেম গঠন করে । 

4. ক্যাম্বিয়ামের সক্রিয়তা ভেতরের দিকে বেশি , অধিক পরিমাণ গৌণ জাইলেম গঠিত হয় ।

কর্ক ক্যাম্বিয়াম :

1. বহিঃস্টিলীয় গৌণ ভাজক কলা । 

2. কর্ক ক্যাম্বিয়াম কোশগুলি সম আকৃতির । 

3. বাইরের দিকে ফেলেম বা কর্ক কলা এবং ভেতরের দিকে ফেলাের্ডাম গঠন করে । 

4. কর্ক ক্যাম্বিয়ামের সক্রিয়তা বাইরের দিকে বেশি , অধিক পরিমাণ কর্ক কলা বা ফেলেম গঠিত হয় ।

error: Content is protected !!