প্রোক্যাম্বিয়াম ও ক্যাম্বিয়ামের পার্থক্য
প্রোক্যাম্বিয়াম ও ক্যাম্বিয়ামের পার্থক্য
প্রোক্যাম্বিয়াম ও ক্যাম্বিয়ামের মধ্যে পার্থক্যগুলি হল一
প্রোক্যাম্বিয়াম :
1. এটি প্রাথমিক ভাজক কলা ।
2. প্রোক্যাম্বিয়াম থেকে প্রাথমিক জাইলেম ও প্রাথমিক ফ্লোয়েম গঠিত হয় ।
3. মূল ও কান্ডের শীর্ষে অবস্থিত ।
4. প্রোক্যাম্বিয়াম কোশগুলি সম আকৃতি বিশিষ্ট ।
ক্যাম্বিয়াম :
1. এটি গৌণ ভাজক কলা ।
2. ক্যাম্বিয়াম থেকে গৌণ জাইলেম ও গৌণ ফ্লোয়েম গঠিত হয় ।
3. মূল ও কান্ডের শীর্ষ থেকে দূরে পরিণত অংশে পার্শ্বস্থ ভাজক কলা হিসেবে অবস্থান করে ।
4. ক্যাম্বিয়াম কোশগুলি ফিউজিফর্ম ইনিশিয়াল ও রে-ইনিশিয়ালে বিভেদিত ।