ক্যাম্বিয়াম কাকে বলে

Contents

ক্যাম্বিয়াম কাকে বলে

Screenshot ২০২১০৬০৫ ২০০৮৪৪
ক্যাম্বিয়াম কাকে বলে

বিভাজনক্ষম এক বা একাধিক স্তর বিশিষ্ট সজীব কোশের সমন্বয়ে গঠিত যে পার্শ্বীয় ভাজক কলা উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটায় তাকে ক্যাম্বিয়াম বলে । 

উৎপত্তি

নালিকা বান্ডিলের জাইলেমফ্লোয়েম কলার মাঝখানে অবস্থিত প্রােক্যাম্বিয়াম নামক কলা থেকে ক্যাম্বিয়াম সৃষ্টি হয় । 

ক্যাম্বিয়ামের গঠন

ক্যাম্বিয়ামের কোশগুলি সাধারণত পাতলা প্রাচীরবিশিষ্ট ও ভ্যাকুওল যুক্ত এবং পরিধির দিকে সাইটোপ্লাজমের পাতলা স্তর থাকে । নিউক্লিয়াসটি অপেক্ষাকৃত বড়াে সাইটোপ্লাজমে রাইবােজোম , ডিকটিওজোম , এন্ডােপ্লাজমীয় জালিকা বর্তমান । 

ক্যাম্বিয়াম কোশ দু’রকমের , যথা— i. মূলকাকার কোশ ( Fusiform initial ) ও ii. রশ্মি কোশ ( Ray initial )

মূলকাকার কোশ : 

এরা বেম আকৃতি বিশিষ্ট দীর্ঘকায় কোশ । মূলকাকার কোশগুলির সজ্জারীতি অনুযায়ী ক্যাম্বিয়াম দু -প্রকারের — স্তরীভূত ক্যাম্বিয়াম ( storied cambium ) এবং অস্তরীভূত ক্যাম্বিয়াম ( Non storied cambium ) । প্রথম ক্ষেত্রে কোশগুলি উলম্বভাবে স্তরে স্তরে সজ্জিত থাকে এবং দ্বিতীয় ক্ষেত্রে কোশগুলি উলম্বভাবে স্তরে স্তরে সজ্জিত থাকে না । 

রশ্মি কোশ : 

এগুলি অপেক্ষাকৃত ক্ষুদ্র এবং সমব্যাসীয় বা সামান্য দীর্ঘ ।

ক্যাম্বিয়াম এর প্রকারভেদ

ক্যাম্বিয়াম দুরকমের , যথা — ভাস্কুলার ক্যাম্বিয়াম ( Vascular Cambium ) ও কর্ক ক্যাম্বিয়াম ( Cork cambium ) । 

ভাস্কুলার ক্যাম্বিয়াম :

এই প্রকার ক্যাম্বিয়াম নালিকা বান্ডিলের মধ্যবর্তী অংশে থাকে । এই প্রকার ক্যাম্বিয়াম দুরকমের হয় । যথা—

i. অন্তঃফ্যাসিকুলার ক্যাম্বিয়াম ( Intrafascicular cambium ) : এই প্রকার ক্যাম্বিয়াম নালিকা বান্ডিলের জাইলেমফ্লোয়েমের মাঝখানে অবস্থান করে । এই প্রকার ক্যাম্বিয়াম থেকে জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টি হয় ।

ii. আন্তঃফ্যাসিকুলার ক্যাম্বিয়াম ( Interfascicular cambium ) : দুটি নালিকা বান্ডিলের মধ্যবর্তী অংশে এই প্রকার ক্যাম্বিয়াম অবস্থান করে । এই ক্যাম্বিয়াম মজ্জাংশু থেকে উৎপন্ন হয় এবং এরা ক্যাম্বিয়াম রিং গঠন করে । 

কর্ক ক্যাম্বিয়াম :

এই ক্যাম্বিয়ামকে ফেলোজেন ( phellogen ) বলা হয় । গৌণ বৃদ্ধির সময় বহিঃস্টলীয় অঞ্চলে এই ক্যাম্বিয়াম গঠিত হয় । এই ক্যাম্বিয়াম ক্রমাগত বিভাজিত হয়ে বাইরের দিকে ফেলেম এবং ভিতরের দিকে ফেলােডার্ম ( phelloderm ) গঠন করে । 

ক্যাম্বিয়াম এর কাজ

i. নালিকা বান্ডিলের অন্তর্গত ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম বাইরের দিকে ফ্লোয়েম ভিতরের দিকে জাইলেম কলা সৃষ্টি করে । 

ii. কর্ক ক্যাম্বিয়ামের কোশগুলি থেকে ফেলেম ও ফেলােডার্ম স্তর গঠিত হয় । 

iii. জোড় কলম সৃষ্টির সময় ক্যাম্বিয়াম স্টক ও সিয়নকে জুড়ে দিতে সাহায্য করে । 

iv. উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটায় । অনেক সময় ক্ষতস্থান জুড়ে দিতে সাহায্য করে ।

error: Content is protected !!