ক্যাম্বিয়াম কাকে বলে
Contents
ক্যাম্বিয়াম কাকে বলে

বিভাজনক্ষম এক বা একাধিক স্তর বিশিষ্ট সজীব কোশের সমন্বয়ে গঠিত যে পার্শ্বীয় ভাজক কলা উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটায় তাকে ক্যাম্বিয়াম বলে ।
উৎপত্তি
নালিকা বান্ডিলের জাইলেম ও ফ্লোয়েম কলার মাঝখানে অবস্থিত প্রােক্যাম্বিয়াম নামক কলা থেকে ক্যাম্বিয়াম সৃষ্টি হয় ।
ক্যাম্বিয়ামের গঠন
ক্যাম্বিয়ামের কোশগুলি সাধারণত পাতলা প্রাচীরবিশিষ্ট ও ভ্যাকুওল যুক্ত এবং পরিধির দিকে সাইটোপ্লাজমের পাতলা স্তর থাকে । নিউক্লিয়াসটি অপেক্ষাকৃত বড়াে সাইটোপ্লাজমে রাইবােজোম , ডিকটিওজোম , এন্ডােপ্লাজমীয় জালিকা বর্তমান ।
ক্যাম্বিয়াম কোশ দু’রকমের , যথা— i. মূলকাকার কোশ ( Fusiform initial ) ও ii. রশ্মি কোশ ( Ray initial )
মূলকাকার কোশ :
এরা বেম আকৃতি বিশিষ্ট দীর্ঘকায় কোশ । মূলকাকার কোশগুলির সজ্জারীতি অনুযায়ী ক্যাম্বিয়াম দু -প্রকারের — স্তরীভূত ক্যাম্বিয়াম ( storied cambium ) এবং অস্তরীভূত ক্যাম্বিয়াম ( Non storied cambium ) । প্রথম ক্ষেত্রে কোশগুলি উলম্বভাবে স্তরে স্তরে সজ্জিত থাকে এবং দ্বিতীয় ক্ষেত্রে কোশগুলি উলম্বভাবে স্তরে স্তরে সজ্জিত থাকে না ।
রশ্মি কোশ :
এগুলি অপেক্ষাকৃত ক্ষুদ্র এবং সমব্যাসীয় বা সামান্য দীর্ঘ ।
ক্যাম্বিয়াম এর প্রকারভেদ
ক্যাম্বিয়াম দুরকমের , যথা — ভাস্কুলার ক্যাম্বিয়াম ( Vascular Cambium ) ও কর্ক ক্যাম্বিয়াম ( Cork cambium ) ।
ভাস্কুলার ক্যাম্বিয়াম :
এই প্রকার ক্যাম্বিয়াম নালিকা বান্ডিলের মধ্যবর্তী অংশে থাকে । এই প্রকার ক্যাম্বিয়াম দুরকমের হয় । যথা—
i. অন্তঃফ্যাসিকুলার ক্যাম্বিয়াম ( Intrafascicular cambium ) : এই প্রকার ক্যাম্বিয়াম নালিকা বান্ডিলের জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে অবস্থান করে । এই প্রকার ক্যাম্বিয়াম থেকে জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টি হয় ।
ii. আন্তঃফ্যাসিকুলার ক্যাম্বিয়াম ( Interfascicular cambium ) : দুটি নালিকা বান্ডিলের মধ্যবর্তী অংশে এই প্রকার ক্যাম্বিয়াম অবস্থান করে । এই ক্যাম্বিয়াম মজ্জাংশু থেকে উৎপন্ন হয় এবং এরা ক্যাম্বিয়াম রিং গঠন করে ।
কর্ক ক্যাম্বিয়াম :
এই ক্যাম্বিয়ামকে ফেলোজেন ( phellogen ) বলা হয় । গৌণ বৃদ্ধির সময় বহিঃস্টলীয় অঞ্চলে এই ক্যাম্বিয়াম গঠিত হয় । এই ক্যাম্বিয়াম ক্রমাগত বিভাজিত হয়ে বাইরের দিকে ফেলেম এবং ভিতরের দিকে ফেলােডার্ম ( phelloderm ) গঠন করে ।
ক্যাম্বিয়াম এর কাজ
i. নালিকা বান্ডিলের অন্তর্গত ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম বাইরের দিকে ফ্লোয়েম ভিতরের দিকে জাইলেম কলা সৃষ্টি করে ।
ii. কর্ক ক্যাম্বিয়ামের কোশগুলি থেকে ফেলেম ও ফেলােডার্ম স্তর গঠিত হয় ।
iii. জোড় কলম সৃষ্টির সময় ক্যাম্বিয়াম স্টক ও সিয়নকে জুড়ে দিতে সাহায্য করে ।
iv. উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটায় । অনেক সময় ক্ষতস্থান জুড়ে দিতে সাহায্য করে ।