আদি কলাতন্ত্র কাকে বলে

Contents

আদি কলাতন্ত্র কাকে বলে

উদ্ভিদ দেহে ত্বক কলাতন্ত্রের পর থেকে মূল , কান্ড বা পাতার কেন্দ্র পর্যন্ত বিস্তৃত সমস্ত অংশ সংবহন কলাতন্ত্র ব্যতীত যে কলাতন্ত্র দ্বারা গঠিত হয় তাকে বলে আদি কলাতন্ত্র । 

আদি কলাতন্ত্রের অবস্থান 

উদ্ভিদের অধঃস্ত্বক  , বহিঃস্তর , অন্তঃত্বক , পরিচক্র , মজ্জা , মজ্জারশ্মি প্রভৃতি অংশ আদি কলা তন্ত্রের অন্তর্ভুক্ত । 

আদি কলাতন্ত্রের গঠন

এদের মধ্যে অধঃস্ত্বক শুধুমাত্র কান্ডে থাকে । একবীজপত্রী কান্ডে অধঃস্ত্বক স্ক্লেরেনকাইমা কলা দ্বারা এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ডের অধঃস্ত্বক কোলেনকাইমা কলা দ্বারা গঠিত হয় । দ্বিবীজপত্রীর কান্ডে নালিকা বান্ডিলের বাইরে বান্ডিল টুপি থাকে । এরা স্ক্লেরেনকাইমা কলা দ্বারা গঠিত । আদি কলার অবশিষ্ট অংশ প্যারেনকাইমা কলা দ্বারা গঠিত হয় । পাতার আদি কলা তন্ত্র মেসােফিল নামক প্যারেনকাইমা কলা দ্বারা গঠিত । 

আদি কলাতন্ত্রের কাজ 

খাদ্য তৈরি , খাদ্য সঞ্চয় , উদ্ভিদকে দৃঢ়তা প্রদান প্রভৃতি আদি কলা তন্ত্রের কাজ । 

error: Content is protected !!