জীবন বিজ্ঞান

মূলরোম ও কান্ডরোমের মধ্যে পার্থক্য

মূলরোম ও কান্ডরোমের মধ্যে পার্থক্য

মূলরোম ও কান্ডরোমের মধ্যে পার্থক্যগুলি হল一

মূলরােম :

1. মূলরােম মূলের ত্বককোশ থেকে গঠিত হয় । 

2. মূলরােম সব সময় এককোশী । 

3. মূলরােম অঞ্চলে থাকে । 

4. প্রধান কাজ হল খনিজ লবণ মিশ্রিত জলশােষণ ।

কান্ডরোম :

1. কান্ডরোম কাণ্ডের ত্বককোশ থেকে গঠিত হয় । 

2. কান্ডরোম সবসময় বহুকোশী । 

3. কান্ডের ত্বকে থাকে । 

4. প্রধান কাজ হল প্রতিরক্ষা ।

error: Content is protected !!