মূলরোম ও কান্ডরোম কী

Contents

মূলরোম ও কান্ডরোম কী

Screenshot ২০২১০৬০৪ ১২১৫১১
মূলরোম ও কান্ডরোম কী

বহিস্ত্বকের কোশ থেকে উদ্ভিদের কান্ড ও পাতায় নানা প্রকার এককোশী ও বহুকোশী উপবৃদ্ধি দেখা যায় , এদের ট্রাইকোম Trichoime ) বলে । নীচে মূল ও কান্ডের রােম ( Hair ) নিয়ে আলােচনা করা হল ।

মূলরোম ( Root hairs ) 

মূলের ত্বককোশের বাইরের প্রাচীর নলের মতাে বেড়ে মূলরােম গঠন করে । এককোশী মূলরোম ক্ষণস্থায়ী । মূলরোম কোশগুলির মধ্যে গহ্বরযুক্ত প্রােটোপ্লাস্ট থাকে এবং নিউক্লিয়াস রােমের শীর্ষে যায় । এর সাহায্যে প্রদ জল ও খনিজ লবণ মাটি থেকে শােষণ করে । 

কান্ডরোম ( Stem hairs ) 

কান্ডের রােম সাধারণত বহুকোশী হয় । এরা কান্ডের বহিস্ত্বক থেকে গঠিত হয় । রােমগুলি শাখাবিহীন বা শাখান্বিত , গ্রন্থিযুক্ত বা গ্রন্থিবিহীন প্রভৃতি বিভিন্ন প্রকার হয় । কান্ড রােম আত্মরক্ষার কাজ করে এবং গ্রন্থিরোম উৎসেচক নিঃসরণ করে ।

রোম ( Hair ) :

নীচে কয়েক প্রকার কান্ডরোমের উদাহরণ দেওয়া হল । 

( i ) Lentana ( লেন্টানা ) উদ্ভিদের কান্ডের রােমগুলি লম্বা এবং পাকানাে বলে কান্ডের উপরিভাগ উলের মতাে মসৃণ দেখায় । 

( ii ) কার্পাস তুলা , টম্যাটো , সূর্যমুখী প্রভৃতি উদ্ভিদ কান্ডে লম্বা বহুকোশী রােম থাকে । 

( iii) Platanus ( প্লেটেনাস ) নামে উদ্ভিদের রােম শাখাপ্রশাখাযুক্ত । 

( iv ) Althaea ( অ্যালথিয়া ) উদ্ভিদের কান্ডে তারার মতাে রােম দেখা যায় । 

( v ) Olea ( বেলফুলে ) থালার মতাে রোম থাকে । 

( vi ) Disracus ( ডিসরেকাসে ) T আকৃতির রোম কাণ্ডে আবৃত হয়ে থাকে ।

দংশক রােম ( Stinging hair ) :

এগুলি বহুকোশী গ্রন্থিময় রােম । এদের দংশক রােম বলে । দংশক রােমের নীচের দিকে পরের কোশটি লম্বা এবং বিষাক্ত রসে পরিপূর্ণ থাকে । প্রাণীকোশের সংস্পর্শে এলে কোশের সূচালাে ডগা বেঁধে ভেঙে যায় । এর ফলে বিষাক্ত রস প্রাণীদেহে প্রবেশ করে । উদাহরণ — বিছুটি , আলকুশি প্রভৃতি ।

error: Content is protected !!