ট্রাকিড ও ট্রাকিয়ার মধ্যে পার্থক্য
ট্রাকিড ও ট্রাকিয়ার মধ্যে পার্থক্য
ট্রাকিড ও ট্রাকিয়ার মধ্যে পার্থক্য গুলি হল一
ট্রাকিড :
1. ট্রাকিড একটি মাত্র কোশ থেকে উৎপন্ন হয় ।
2. কোশগুলি দীর্ঘ ও উভয় প্রান্ত সরু ।
3. কোশগুলির প্রান্তপ্রাচীর বর্তমান ।
4. কোশগুলির প্রাচীর অধিক স্থূল ।
5. কোশ কক্ষ সংকীর্ণ ।
6. সংবহনকলা যুক্ত সকল উদ্ভিদে বর্তমান ।
ট্রাকিয়া :
1. ট্রাকিয়া অনেকগুলি কোশ থেকে উৎপন্ন হয় ।
2. কোশগুলি নলাকার ।
3. কোশগুলির প্রান্তপ্রাচীর থাকে না , অবলুপ্ত হয়ে যায় ।
4. কোশগুলির প্রাচীর অপেক্ষাকৃত কম স্থূল ।
5. কোশ কক্ষ প্রশস্ত ।
6. প্রধানত গুপ্তবীজী উদ্ভিদে বর্তমান ।