জীবন বিজ্ঞান

প্যারেনকাইমা কোলেনকাইমা স্ক্লেরেনকাইমা এর পার্থক্য

Contents

প্যারেনকাইমা কোলেনকাইমা স্ক্লেরেনকাইমা এর পার্থক্য

প্যারেনকাইমা , কোলেনকাইমাস্ক্লেরেনকাইমা এর মধ্যে পার্থক্য গুলি হলㅡ

প্যারেনকাইমা :

1. এই কলার কোশগুলি সজীব । 

2. এই কলায় কোশান্তর রন্ধ্র থাকে । 

3. কোশপ্রাচীর পাতলা । 

4. পরিণত কোশে প্রােটোপ্লাজম থাকে । 

5. কোশপ্রাচীর নরম । 

6. কোশপ্রাচীরে কূপ থাকে না । 

7. খাদ্য উৎপাদন , খাদ্য সঞ্চয় ও সংবহন এই কলার প্রধান কাজ ।

কোলেনকাইমা :

1. এই কলার কোশগুলি সজীব । 

2. এই কলায় কোশান্তর রন্ধ্র থাকতে পারে আবার নাও থাকতে পারে । 

3. কোশপ্রাচীর অসমভাবে স্থূল । 

4. পরিণত কোশে প্রােটোপ্লাজম থাকে । 

5. কোশপ্রাচীর অল্প দৃঢ় । 

6. কোশপ্রাচীরে কূপ থাকে না । 

7. উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা , ক্লোরােপ্লাস্ট থাকলে খাদ্য প্রস্তুত করা এই কলার প্রধান কাজ ।

স্ক্লেরেনকাইমা :

1. এই কলার কোশগুলি মৃত । 

2. এই কলায় কোশান্তর রন্ধ্র থাকে না । 

3. কোশপ্রাচীর সমভাবে স্থূল । 

4. পরিণত কোশে প্রােটোপ্লাজম থাকে না । 

5. কোশপ্রাচীর অধিক দৃঢ় । 

6. কোশপ্রাচীরে কূপ থাকে । 

7. দৃঢ়তা প্রদান করা এই কলার প্রধান কাজ ।

error: Content is protected !!