জীবন বিজ্ঞান

স্ক্লেরেনকাইমা তন্তু ও স্ক্লেরাইড এর মধ্যে পার্থক্য

স্ক্লেরেনকাইমা তন্তু ও স্ক্লেরাইড এর মধ্যে পার্থক্য

স্ক্লেরেনকাইমা তন্তু ও স্ক্লেরাইড এর মধ্যে পার্থক্য গুলি হল―

স্ক্লেরেনকাইমা তন্তু :

1. কোশগুলি দীর্ঘ এবং দু -প্রান্ত ছুঁচোলাে । 

2. কোশগুলি পরস্পর দৃঢ়ভাবে যুক্ত থাকে । 

3. কোশপ্রাচীরে কূপের সংখ্যা খুব কম । 

4. বর্জ্যবস্তু স‌ঞ্চিত রাখে । 

5. উদ্ভিদের প্রায় বেশিরভাগ অংশেই এই কলা বর্তমান । 

6. প্রাথমিক বা গৌণ ভাজক কলা থেকে উৎপত্তি ঘটে ।

স্ক্লেরাইড :

1. কোশগুলি গােলাকার , ডিম্বাকার , তারকাকার বা দন্ডাকার হয় । 

2. কোশগুলি ছড়ানাে বা সারিবদ্ধভাবে থাকে । 

3. কোশপ্রাচীরে কূপের সংখ্যা বেশি । কূপনালি গঠিত হয় । 

4. বর্জ‍্যবস্তু সঞ্চিত রাখে না । 

5. নির্দিষ্ট উদ্ভিদের ফলের শাঁসে ও বীজত্বকে এই কলা বর্তমান । 

6. প্যারেনকাইমা জাতীয় স্থায়ী কলা থেকে উৎপত্তি ঘটে ।

error: Content is protected !!