জীবন বিজ্ঞান

কোলেনকাইমা কাকে বলে

Contents

কোলেনকাইমা কাকে বলে

Screenshot ২০২১০৫২২ ১৭৫৪০৪
কোলেনকাইমা কাকে বলে

অসমভাবে স্থূল কোশপ্রাচীর বিশিষ্ট সজীব সরল কলাকে কোলেনকাইমা বলে । 

কোলেনকাইমা কলার অবস্থান 

দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ত্বকের নীচে কয়েকটি স্তরে এই কলা সজ্জিত থাকে । তা ছাড়া পাতার মধ্যশিরা , পত্রবৃন্ত , পুষ্পবৃন্ত প্রভৃতিতে এই কলা থাকে । সাধারণত মূলে ও একবীজপত্রী উদ্ভিদে কোলেনকাইমা কলা থাকে না ।

কোলেনকাইমা কলার গঠনগত বৈশিষ্ট্য 

কোলেনকাইমা কলার গঠনগত বৈশিষ্ট্য গুলি হল一

i ] কোলেনকাইমা কলার কোশগুলি প্রস্থচ্ছেদে বহুভুজাকৃতি এবং লম্বচ্ছেদে আয়তাকার বা লম্বাটে দেখায় । 

ii ] কোশগুলি প্রােটোপ্লাজম পূর্ণ হওয়ায় সজীব । 

iii ] প্রতিটি কোশে একটি সুস্পষ্ট নিউক্লিয়াস বর্তমান । 

iv ] কোশে ভ্যাকুওল থাকে । 

v ] কোশে কখনাে – কখনাে ক্লোরােপ্লাসটিড থাকে । 

vi ] কোষপ্রাচীর সব জায়গায় সমান পুরু নয় । কোণগুলি পুরু এবং অন্যান্য স্থান পাতলা । 

vii ] এই কলার কোশগুলির মাঝে কোশান্তর রন্ধ্র থাকতে পারে আবার নাও থাকতে পারে ।

কোলেনকাইমা কলার প্রকারভেদ 

কোশপ্রাচীরের অসম স্থূলীকরণের ভিত্তিতে কোলেনকাইমা নিম্নলিখিত তিন প্রকারের হয় , যথা— স্তরীভূত ( Lamellar ) , কূপাকৃতি ( Lacunar ) এবং কৌণিক ( Angular ) ।

স্তরীভূত কোলেনকাইমা :

কোলেনকাইমা কোশের কোশপ্রাচীরের স্থূলীকরণ যখন পৃষ্ঠপ্রাচীরে সমান্তরালভাবে কয়েকটি স্তরে ঘটে , তখন তাকে স্তরীভূত কোলেনকাইমা বলে ।

উদাহরণ : সূর্যমুখী ( Sun Flower ) , র‍্যাফানাস ( Raphanus ) প্রভৃতির কাণ্ডে দেখা যায় । 

কূপাকৃতি কোলেনকাইমা :

যেসব কোলেনকাইমা কোশের কোশপ্রাচীরের স্থূলীকরণ কেবলমাত্র কোশান্তর স্থান সংলগ্ন হয় , তাদের কূপাকৃতি কোলেনকাইমা বলে । 

উদাহরণ : ম্যালভা ( Malva ) , ভুঁই‌তুলসী ( Salvia ) প্রভৃতি পত্রবৃন্তে এবং আকন্দের ( Calotropis sp ) কাণ্ডে এই প্রকার কোলেনকাইমা দেখা যায় ।

কৌণিক কোলেনকাইমা :

যেসব কোলেনকাইমা কোশের কোশপ্রাচীরের কোণগুলাে কেবল স্থূল , তাদের কৌণিক কোলেনকাইমা বলে । 

উদাহরণ : ধুতরাে ( Datura ) , ডালিয়া ( Dahila ) প্রভৃতির কাণ্ডে এই প্রকার কোলেনকাইমা দেখা যায় । 

কোলেনকাইমা কলার কাজ 

কোলেনকাইমা কলার কাজ গুলি হল一

( i ) উদ্ভিদ অঙ্গের দৃঢ়তা জোগায় । 

( ii ) এই কলায় স্থিতিস্থাপকতা আছে বলে কাণ্ড সহজে ভাঙে না । 

( iii ) এই কলার কোশগুলিতে ক্লোরোপ্লাস্ট থাকায় খাদ্য তৈরি করতে পারে । 

( iv ) এরা অনেক সময় খাদ্য সঞ্চয়ও করে । 

error: Content is protected !!