ভাজক কলা ও স্থায়ী কলার পার্থক্য

ভাজক কলা ও স্থায়ী কলার পার্থক্য

ভাজক কলা ও স্থায়ী কলার মধ্যে পার্থক্য গুলি হল一

ভাজক কলা 

1. ভাজক কলার  কোশগুলি বিভাজনে সক্ষম । 

2. ভাজক কলা কান্ড ও মূলের শীর্ষে অথাৎ বর্ধনশীল অঞ্চলে থাকে । 

3. কোশগুলি সজীব এবং অপরিণত হয় । 

4. কোশগুলির কোনো নির্দিষ্ট আকার নেই । 

5. কোশপ্রাচীর সাধারণত পাতলা এবং সেলুলোজ নির্মিত হয় । 

6. কোশান্তর রন্ধ্র  দেখা যায় না । 

7. কোশগুলিতে কোশগহ্বর থাকে না । 

8. ভাজক কলা ভ্রূণ অবস্থা থেকে দেখা যায় । 

9. উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটানাে এই কলার প্রধান কাজ ।

স্থায়ী কলা 

1. কোশগুলি বিভাজনে অক্ষম । 

2. কান্ড ও মূলের বহিঃস্তরে এবং কেন্দ্রের স্তম্ভে দেখা যায় । 

3. কোশগুলি মৃত এবং পরিণত হয় । 

4. কোশগুলির নির্দিষ্ট আকার আছে । 

5. কোশপ্রাচীর পুরু এবং সেলুলোজ ছাড়া অন্যান্য উপাদান থাকে । 

6. কোশান্তর রন্ধ্র  দেখা যায় । কিন্তু স্ক্লেরেনকাইমা  কলায় কোশান্তর রন্ধ্রে  থাকে না । 

7. কোশগুলিতে কোশগহ্বর থাকে । 

8. ভ্রূণ অবস্থায় স্থায়ী কলা থাকে না । 

9. খাদ্য তৈরি ,  সংবহন ও সঞ্চয়  – এই কলার প্রধান কাজ । তা ছাড়া উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে ।

error: Content is protected !!