ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য

ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য

ভাইরাসব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য গুলি হল一

ভাইরাস :

1. ভাইরাস হলো জড় ও জীবের মধ্যবর্তী বস্তু । 

2. ভাইরাসের দেহ অকোশীয় ; সাইটোপ্লাজম , কোশ প্রাচীর বা কোশ পর্দা থাকে না । শুধুমাত্র দেহ আবরক ক্যাপসিড থাকে । 

3. ভাইরাস সম্পূর্ণ পরজীবী । 

4. ভাইরাস পােষক কোশের বাইরে জড়ের মতাে আচরণ করে এবং পােষক কোশের ভেতরে সজীব বস্তুর লক্ষণ প্রকাশ পায় । 

5. ভাইরাস পােষক কোশের ভেতরে কেবলমাত্র প্রজননক্ষম । 

6. ভাইরাসের কোনো কোশপ্রাচীর নেই । 

7. ভাইরাসে প্রজননিক বস্তু হিসাবে DNA অথবা RNA থাকে । 

৪. ভাইরাসের কোনো নিউক্লিয়াস নেই । 

9. দেহবস্তু , সংশ্লেষ ও একত্রীকরণের ফলে ভাইরাসের জনন ঘটে । 

10. ভাইরাস হলো ইলেকট্রন আণুবীক্ষণিক জীব ।

ব্যাকটেরিয়া :

1. ব্যাকটেরিয়া হলো সজীব বস্তু । 

2. ব্যাকটেরিয়ার দেহ কোশীয় ; সাইটোপ্লাজম , কোশ পর্দা , কোশ প্রাচীর , রাইবােজোম , ল্যামিলি , মেসােজোম প্রভৃতি থাকে ।

3. এরা পরজীবী , মৃতজীবী বা স্বভােজী । 

4. পরজীবী ব্যাকটেরিয়া কোশের বাইরে ও ভেতরে সব সময় সজীব । 

5. পােষক কোশের বাইরে ও ভেতরে ব্যাকটেরিয়া প্রজননক্ষম । 

6. ব্যাকটেরিয়ার কোশপ্রাচীর থাকে । 

7. ব্যাকটেরিয়ার প্রজননিক বস্তু সবসময়ে DNA , কিন্তু সেই সঙ্গে সাইটোপ্লাজমে অপ্ৰজননিক RNA থাকে । 

৪. ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস সুগঠিত নয় । 

9. ব্যাকটেরিয়ার অঙ্গজ , অযৌন ও যৌন জনন প্রক্রিয়া দেখা যায় । 

10. ব্যাকটেরিয়া হলো আণুবীক্ষণিক জীব ।

error: Content is protected !!