জীবন বিজ্ঞান

কোশ যুক্ত জীব এবং ভাইরাসের মধ্যে পার্থক্য

কোশ যুক্ত জীব এবং ভাইরাসের মধ্যে পার্থক্য 

কোশ যুক্ত জীব এবং ভাইরাসের মধ্যে পার্থক্যগুলি হল一

কোশ যুক্ত জীব

1. দেহ কোশীয় সংগঠন যুক্ত এবং সাইটোপ্লাজম থাকে । 

2. নিউক্লিয়াস থাকে । 

3. ক্রোমােজোম থাকে । 

4. RNA ও DNA উভয় নিউক্লিক অ্যাসিড থাকে । 

5. প্রায় সব জৈব উপাদানগুলি থাকে । 

6. পূর্বতন কোশ থেকে গঠিত জৈব উপাদানের অংশ দিয়ে নতুন কোশ গঠিত হয় । 

7. কোশের সব বস্তুর সংশ্লেষের ফলে বৃদ্ধি ঘটে । 

৪ কোশ থেকে অপত্য কোশ উৎপন্ন হয় । 

9. স্বভােজী ও পরভোজী । 

10. কোশ যুক্ত জীব সব সময়েই সজীব ।

ভাইরাস

1. দেহকোশীয় সংগঠন যুক্ত নয় এবং সাইটোপ্লাজম থাকে না । 

2. নিউক্লিয়াস থাকে না । 

3. শুধু নিউক্লিক অ্যাসিড থাকে । 

4. RNA অথবা DNA একটি মাত্র থাকে । 

5. জৈব উপাদানের মধ্যে শুধু প্রােটিন ও নিউক্লিক অ্যাসিড থাকে ।

6. ভাইরাস শুধুমাত্র তার বংশাণুর উপাদান দিয়ে নতুন ভাইরাস সৃষ্টি করে । 

7. নিউক্লিক অ্যাসিড ও প্রােটিন অংশের পৃথক সংশ্লেষ ও সংগঠনের সাহায্যে ভাইরাসের বৃদ্ধি ঘটে । 

8. পােষক দেহের বাইরে ভাইরাস থেকে নতুন ভাইরাস গঠিত হয় না ।

9. পরভােজী এবং সব সময় রােগ সৃষ্টিকারী । 

10. পােষক কোশের বাইরে ভাইরাস জড় বস্তুর মতো অবস্থান করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!