জীবন বিজ্ঞান

ভাইরাস জনিত রোগ

Contents

ভাইরাস জনিত রোগ

index 17
ভাইরাস জনিত রোগ

প্রায় তিনশাের বেশি উদ্ভিদ ভাইরাস আমাদের প্রয়ােজনীয় উদ্ভিদে রােগ সৃষ্টি করে প্রভৃতি ক্ষতিসাধন করছে । তামাক , কলা , পেঁপে , আপেল প্রভৃতি শস্য ভাইরাস আক্রমণে রােগাক্রান্ত হচ্ছে । উদ্ভিদ ভাইরাসের মতাে প্রাণী ভাইরাসও বিভিন্ন উপকারী প্রাণী এমনকি মানুষের নানাবিধ রােগ সৃষ্টি করছে । এদের মধ্যে মানুষের বসন্ত , হাম , মামস্ প্রভৃতি বিশেষ উল্লেখযােগ্য বিভিন্ন রােগ সৃষ্টিকারী উদ্ভিদ ও প্রাণী ভাইরাসের তালিকা দেওয়া হল ।

উদ্ভিদ ভাইরাস ( Plant Virus ) :

1. টোবাকো মোজাইক ভাইরাস ( Tobacco mosaic Virus ) 

আক্রান্ত অঙ্গ : তামাক পাতা

রোগের নাম : টোবাকো মোজাইক

2. টম্যাটো বুসি ভাইরাস ( Tomato bushy virus ) 

আক্রান্ত অঙ্গ : টম্যাটো পাতা

রোগের নাম : লিফ কার্ল

3. বিন মোজাইক ভাইরাস ( Bean mosaic virus ) 

আক্রান্ত অঙ্গ : শিম পাতা 

রোগের নাম : বিন মোজাইক

4. পি মোজাইক ভাইরাস ( Pea mosaic Virus ) 

আক্রান্ত অঙ্গ : মটর পাতা

রোগের নাম : পি মোজাইক

5. পেপাইয়া মোজাইক ভাইরাস ( Papaya mosaic virus ) 

আক্রান্ত অঙ্গ : পেঁপে পাতা 

রোগের নাম : পেপাইয়া মোজাইক

6. লেটুস মোজাইক ভাইরাস ( Lettuce mosaic Virus ) 

আক্রান্ত অঙ্গ : লেটুস পাতা 

রোগের নাম : লেটুস মোজাইক

7. স্টার ক্রাক ভাইরাস ( Star crack virus ) 

আক্রান্ত অঙ্গ : আপেল ও নাসপাতি

রোগের নাম : স্টার ক্রাক

৪. বাঞ্চি টপ ভাইরাস ( Bunchy top virus )

আক্রান্ত অঙ্গ : কলাগাছের শীর্ষভাগ

রোগের নাম : বাঞ্চি টপ

প্রাণী ভাইরাস :

1. পোলিওমাইলাইটিস  ( Poliomyelitis sp. ) 

আক্রান্ত অঙ্গ : স্নায়ুতন্ত্র   

রোগের নাম : পােলিও

2. মিজেলস ভাইরাস ( Measles virus ) 

আক্রান্ত অঙ্গ : চামড়া  

রোগের নাম : হাম

3. মাম্পস ভাইরাস ( Mumps virus ) 

আক্রান্ত অঙ্গ : গাল ও গলা  

রোগের নাম : মাম্পস্

4. রেবিস ভাইরাস ( Rabies virus ) 

আক্রান্ত অঙ্গ : মানুষের দেহ

রোগের নাম : জলাতঙ্ক

5. ভেরিসেলা ভাইরাস ( Varicella virus ) 

আক্রান্ত অঙ্গ : মানুষের চামড়া

রোগের নাম : বসন্ত

6. ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ( Influenza virus ) 

আক্রান্ত অঙ্গ : মানুষের দেহ

রোগের নাম : ইনফ্লুয়েঞ্জা

7. লিউকেমিয়া ভাইরাস  ( Leukemia Virus ) 

আক্রান্ত অঙ্গ : মানুষের রক্ত

রোগের নাম : রক্তে ক্যান্সার

৪. এনসেফালাইটিস ভাইরাস ( Encephalitis Virus ) 

আক্রান্ত অঙ্গ : মস্তিষ্ক  

রোগের নাম : এনসেফালাইটিস

ভাইরাস ঘটিত কয়েকটি রোগের লক্ষণ

মানুষের ভাইরাস জনিত রোগ ( Human viral diseases ) : 

1. হাম ( Measles ) — প্রধানত শিশুদের রােগ । মিসিলস ভাইরাসের সাহায্যে দেহ ত্বক আক্রান্ত হয় । তীব্র আক্রমণে শ্রবণ ক্ষমতা হ্রাস পায় । মৃত্যুর হার নিতান্ত কম নয় । 

2. মাম্পস ( Mumps ) — মাম্পস্ ভাইরাস আক্রমণে গাল-গলা ফুলে ওঠে ও লালাগ্রন্থির অস্বাভাবিক প্রদাহ সৃষ্টি করে । 

3. বসন্ত ( Small Pox ) — প্রায় সব বয়সের মানুষ ভ্যারিসেলা ভাইরাসের আক্রমণে বসন্ত রােগে ভােগে । এই রােগ চর্মে হয় । নিরাময়ের পর চর্মে দাগ ও অন্ধত্ব হতে পারে । টিকা আবিষ্কারেব পূর্বে এই রােগে নিয়তই মৃত্যু ঘটত । বর্তমানে এই রােগ পুরােপুরি প্রতিরােধ করা গিয়াছে বলা যায় । 

4. পােলিও ( Poliomyelitis ) —- প্রধানত শিশুরােগ । Polio ভাইরাস প্রধানত স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে , ফলে মস্তিষ্ক ও দেহের পেশিগুলি অবশ হয়ে পক্ষাঘাত ঘটায় । টিকা প্রয়ােণে এই রােগও আংশিকভাবে ঘটছে । 

5. এনসেফালাইটিস ( Encephalitis ) — মস্তিষ্কের প্রদাহ সৃষ্টিকারী ভাইরাস রােগ । বর্তমানে এ রােগের সংক্রমণ বাড়ছে এবং মৃত্যুও ঘটছে । 

6. ইনফ্লুয়েঞ্জা ( Influenza ) — সব বয়সের মানুষের প্রধানত সর্দি , হাঁচি , কাশি প্রভৃতি লক্ষণ এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ঘটিত রােগে প্রকাশ পায় । 

প্রাণীর ভাইরাস জনিত রােগ ( Animal viral diseases ) : 

1. পা ও মুখের রােগ ( Mouth & foot diseases ) — প্রধানত গবাদি পশুর রােগ । পশুখাদ্য , জল ও বিচালির মাধ্যমে বিস্তার ঘটে ও তীব্র সংক্রমণে পশুর মৃত্যু ঘটে । রােগের ফলে হৃৎপিণ্ড ও অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষতি হয় । 

2. গাে – বসন্ত ( Cow pox ) — এই রােগে আক্রান্ত গবাদি পশুর মৃত্যুর হার যথেষ্ট । 

3. জলাতঙ্ক ( Hydrophobia ) — রেবিজ ভাইরাসের আক্রমণে প্রধানত কুকুর , বেড়াল এমনকি কখনাে কখনাে মানুষেরও মারাত্মক জলাতঙ্ক রােগ সৃষ্টি হয় । সুতরাং কুকুর , বেড়াল কামড়ালেই ডাক্তারের পরামর্শে টিকা নেওয়া একান্তভাবেই কাম্য ।

উদ্ভিদের ভাইরাস জনিত রােগ ( Plant viral diseases ) : 

1. ক্লোরোসিস ( Chlorosis ) — একপ্রকার ভাইরাস রােগের লক্ষণ । সাধারণত পাতার ক্লোরােফিল নষ্ট হয়ে হলুদ ছােপ ছােপ দাগ দেখা দেয় । তামাক পাতার মোজাইক রােগ এই প্রকার । 

2. নেক্রোসিস ( Necrosis ) — ভাইরাস রােগের লক্ষণ হিসাবে উদ্ভিদে ক্ষত দেখা দেয় এবং গাছটি চুপসে মরে যায় । 

3. কার্লিং ( Curling ) — এই রোগের ফলে উদ্ভিদের পাতাগুলি কুঁকড়ে যায় । তামাক পাতার লিফ কার্ল রােগ এই প্রকার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!