জীবন বিজ্ঞান

টোবাকো মোজাইক ভাইরাস ও ব্যাকটেরিওফাজ এর পার্থক্য

টোবাকো মোজাইক ভাইরাস ও ব্যাকটেরিওফাজ এর পার্থক্য

টোবাকো মোজাইক ভাইরাস ও ব্যাকটেরিওফাজ এর পার্থক্য গুলি হল –

টোবাকো মোজাইক ভাইরাস

1. আকৃতি লম্বা দন্ডের মতাে । 

2. নিউক্লিক অ্যাসিড RNA থাকে । 

3. ভাইরাস দন্ডের প্রােটিন আবরণ বা ক্যাপসিড 2000-2130টি প্রােটিন উপ একক ( ক্যাপসোমিয়ার ) নিয়ে গঠিত । 

4. জননের সময় পােষক কোশে সম্পূর্ণ ভাইরাস ঢােকে । 

5. পােষক কোশের মধ্যে ক্যাপসিড ও RNA আলাদা হয় । 

6. এদের প্রোফাজ অবস্থা দেখা যায় না । 

7. পােষক কোশ বিদারিত হয় না । 

৪. স্পর্শ করলে সংক্রামিত হয় ।

ব্যাকটেরিওফাজ

1. আকৃতি ছােটো ব্যাঙাচির মতাে । 

2. নিউক্লিক অ্যাসিড DNA থাকে । 

3. দেহ মস্তক , গ্রীবা , পুচ্ছ ও প্রান্ত ফলক নিয়ে গঠিত । 

4. জননের সময় ভাইরাসের DNA পােষকের কোশে ঢােকে । 

5. পােষক কোশের বাইরে ক্যাপসিড ও DNA আলাদা হয় । 

6. এদের প্রোফাজ অবস্থা থাকে । 

7. পােষক কোশ বিদারিত হয় । 

৪. বাহকের সাহায্যে সংক্রামিত হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!