টোবাকো মোজাইক ভাইরাস
টোবাকো মোজাইক ভাইরাস

যে ভাইরাসের আক্রমণে তামাক গাছে মোজাইক রােগের সৃষ্টি হয় তাকে টোবাকো মোজাইক ভাইরাস বলে ।
টোবাকো মোজাইক ভাইরাসের গঠন ( Structure of TMV )
আমেরিকার রসায়নবিদ স্ট্যানলি ( Stanley ) প্রথম টোবাকো মােজেইক ভাইরাস পৃথক ও পরিস্রুত করে কেলাস তৈরি করতে পেরেছিলেন । ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে এই ভাইরাসের কেলাসে নিউক্লিক অ্যাসিড ( RNA ) ও প্রােটিনের সন্ধান পেয়েছিলেন । ওই ভাইরাসের কয়েকটি গঠনগত বৈশিষ্ট্য নীচে দেওয়া হল ।
1. এই সুক্ষ্ম ভাইরাস দেখতে লম্বা দণ্ডের মতাে ( দৈর্ঘ্যে 300nm এবং ব্যাস 18nm পর্যন্ত ) ।
2. ভাইরাস দন্ডের প্রােটিন আবরণী বা ক্যাপসিড 2000-2130 টি প্রােটিন উপএকক নিয়ে গঠিত হয় । এদের ক্যাপসোমিয়ার ( Capsomere ) বলে । ক্যাপসোমিয়ারগুলি বিশেষভাবে সজ্জিত হয়ে প্যাঁচানো সিঁড়ির মতাে একটি নল গঠন করে । ক্যাপসোমিয়ারগুলি এইভাবে সজ্জিত হওয়ার ফলে একটি ফাঁপা নল গঠন করে । নলের ফাঁপা অংশকে মজ্জা ( Core ) অংশ বলে ।
3. একতন্ত্রী RNA ক্যাপসিডের মধ্যে স্প্রিংয়ের মতাে প্যাঁচানো অবস্থায় থাকে । প্রকৃতপক্ষে RNA ক্যাপসসামিয়ার দিয়ে গঠিত প্রােটিন নলের খাঁজে খাঁজে ঢুকে পড়ে ।
4. প্রত্যেকটি ক্যাপসােমিয়ারে প্রায় 158 টি অ্যামাইনো অ্যাসিড থাকে ।
5. এই ভাইরাস দেহে 95% প্রােটিন ও 5% নিউক্লিক অ্যাসিড পাওয়া যায় ।