টোবাকো মোজাইক ভাইরাস

টোবাকো মোজাইক ভাইরাস

Screenshot 2021 05 13 2015 457844 Jibabidya1 pdf2
টোবাকো মোজাইক ভাইরাস

যে ভাইরাসের আক্রমণে তামাক গাছে মোজাইক রােগের সৃষ্টি হয় তাকে টোবাকো মোজাইক ভাইরাস বলে । 

টোবাকো মোজাইক ভাইরাসের গঠন ( Structure of TMV ) 

আমেরিকার রসায়নবিদ স্ট্যানলি ( Stanley ) প্রথম টোবাকো মােজেইক ভাইরাস পৃথক ও পরিস্রুত করে কেলাস তৈরি করতে পেরেছিলেন । ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে এই ভাইরাসের কেলাসে নিউক্লিক অ্যাসিড ( RNA ) ও প্রােটিনের সন্ধান পেয়েছিলেন । ওই ভাইরাসের কয়েকটি গঠনগত বৈশিষ্ট্য নীচে দেওয়া হল । 

1. এই সুক্ষ্ম ভাইরাস দেখতে লম্বা দণ্ডের মতাে ( দৈর্ঘ্যে 300nm এবং ব্যাস 18nm পর্যন্ত ) । 

2. ভাইরাস দন্ডের প্রােটিন আবরণী বা ক্যাপসিড 2000-2130 টি প্রােটিন উপএকক নিয়ে গঠিত হয় । এদের ক্যাপসোমিয়ার ( Capsomere ) বলে । ক্যাপসোমিয়ারগুলি বিশেষভাবে সজ্জিত হয়ে প্যাঁচানো সিঁড়ির মতাে একটি নল গঠন করে । ক্যাপসোমিয়ারগুলি এইভাবে সজ্জিত হওয়ার ফলে একটি ফাঁপা নল গঠন করে । নলের ফাঁপা অংশকে মজ্জা ( Core ) অংশ বলে । 

3. একতন্ত্রী RNA ক্যাপসিডের মধ্যে স্প্রিংয়ের মতাে প্যাঁচানো অবস্থায় থাকে । প্রকৃতপক্ষে RNA ক্যাপসসামিয়ার দিয়ে গঠিত প্রােটিন নলের খাঁজে খাঁজে ঢুকে পড়ে । 

4. প্রত্যেকটি ক্যাপসােমিয়ারে প্রায় 158 টি অ্যামাইনো অ্যাসিড থাকে । 

5. এই ভাইরাস দেহে 95% প্রােটিন ও 5% নিউক্লিক অ্যাসিড পাওয়া যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!