জীবন বিজ্ঞান

লাইটিক চক্র ও লাইসোজেনিক চক্রের মধ্যে পার্থক্য

লাইটিক চক্র ও লাইসোজেনিক চক্রের মধ্যে পার্থক্য 

লাইটিক চক্র ও লাইসোজেনিক চক্রের মধ্যে পার্থক্য গুলি হল―

লাইটিক চক্র

1. ফাজ DNA পােষক কোশের প্রােটিন সংশ্লেষ নিয়ন্ত্রণ করে । 

2. লাইট্রিক চক্রে প্রোফাজ গঠিত হয় না । 

3. পােষক কোশ বিনষ্ট হয় । 

4. অপত্য ফাজ পােষক কোশ থেকে মুক্ত হয় । 

5. এই চক্র T সিরিজ ভুক্ত অর্থাৎ T4 , T2 , প্রভৃতি ফাজ ভাইরাসে দেখা যায় ।

লাইসোজেনিক চক্র

1. ফাজ DNA পােষক কোশের প্রােটিন সংশ্লেষ নিয়ন্ত্রণ করে । 

2. লাইসােজেনিক চক্রে প্রোফাজ গঠিত হয় । 

3. পােষক কোশ বিনষ্ট হয় না ।

 4. অপত্য ফাজ পােষক কোশ থেকে মুক্ত হয় না । 

5. এই চক্রে ল্যামডা ( λ ) ফাজ দেখা যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!