বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও তাদের ব্যবহার
বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও তাদের ব্যবহার
1. অল্টিমিটার ( Altimeter ) : এটি একটি বিশেষ ধরনের অ্যানিরয়েড বায়ুমান যন্ত্র যেটি সমুদ্রপৃষ্ঠ হতে বিভিন্ন স্থানের উচ্চতা নির্ণয়ে ব্যবহৃত হয় ।
2. অ্যামমিটার ( Ammeter ) : এটি বৈদ্যুতিক সার্কিটের মধ্যে তড়িৎশক্তি পরিমাপ যন্ত্র
3. অ্যানিমােমিটার ( Anemometer ) : এই যন্ত্র দ্বারা বাতাসের বেগ এবং দিক নির্ণয় করা হয়
4. অডিওমিটার ( Audiometer ) : শ্রবণের পার্থক্য এই যন্ত্র দ্বারা পরিমাণ করা যায় ।
5. ইডিওমিটার ( Eudiometer ) : গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় আয়তন পরিবর্তন মাস হয় ।
6. ইনকিউবেটর ( Incubator ) : উপযুক্ত সময়ের আগে জন্মানাে শিশুর জন্য নির্মিত পালনকক্ষ যার অভ্যন্তরে সর্বক্ষণের জন্য তাণ পরিবহনের ব্যবস্থা থাকে ।
7. ইলেক্ট্রোস্কোপ ( Electroscope ) : ইলেকট্রন চার্জের উপস্থিতি নির্দেশকারক যন্ত্র ।
8. ইডােমিটার ( Edometer ) : বৃষ্টির পরিমাণ পরিমাপক যন্ত্র ।
9. ক্যালরিমিটার ( Calorimeter ) : তাপের পরিমাণ মাপক যন্ত্র ।
10. ক্যালিপার্স ( Calipers ) : সূক্ষ্ম দৈর্ঘ্য মাপক যন্ত্র ।
11. কার্ডিওগ্রাম ( Cardiogram ) : হৃদযন্ত্রের সঞ্চালন লিপিমাপক যন্ত্র ।
12. ক্রোনােমিটার ( Chronometer ) : দ্রাঘিমা ( সময় ) নির্ণায়ক যন্ত্র ।
13. গ্যালভানােমিটার ( Galvanometer ) : বৈদ্যুতিক কারেন্ট ( তরঙ্গ ) -এর পরিমাপ করার যন্ত্র ।
14. গােণিওমিটার ( Goniometer ) : কোণ ( Angle ) পরিমাপের যন্ত্র ।
15. টোনােমিটার ( Tonometer ) : শব্দের তীক্ষ্ণতা মাপার যন্ত্র ।
16. টেলিস্কোপ ( Telescope ) : দূরের বস্তুকে বিবর্ধিত করে দেখবার যন্ত্র ।
17. ট্রানসিস্টার ( Transister ) : বিদ্যুৎ প্রবাহ প্রবর্ধক ।
18. টেলস্টার ( Telstar ) : মহাকাশের মধ্য দিয়ে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে বেতার এবং দূরদর্শন এর বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করবার একটি উপায় বা যন্ত্র
19. ট্যাকোমিটার ( Trachometer ) : কোন বস্তুর ঘূর্ণন গতি নির্ণায়ক যন্ত্র ।
20. ডায়নামােমিটার ( Dynamometer ) : বিদ্যুৎ শক্তি পরিমাপক ।
21. থার্মোস্ট্যাট ( Thermostat ) : একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যার দ্বারা সর্বক্ষণের জন্য তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় ।
22. পাইরােমিটার ( Pyrometer ) : উচ্চ তাপমাত্রা পরিমাপ করার জন্য ব্যবহৃত থার্মোমিটার ।
23. পেডােমিটার ( Pedometer ) : হাঁটাপথের দূরত্ব নির্ণয়ের যন্ত্র ।
24. পিরহেলােমিটার ( pyrheliometer ) : সূর্যের বিকিরণ নির্ণায়ক যন্ত্র ।
25. পিজোমিটার ( Piezometer ) : উচ্চ চাপ ও সংক্ষেপণ যন্ত্র ।
26. ফটোমিটার ( Photometer ) : আলাের তীব্রতা পরিমাপক ।
27. ফ্যাদোমিটার ( Fathomete ) : সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র ।
28. বাত পতাকা ( Bat Pataka ) : বায়ু প্রবাহের দিক নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় ।
29. ব্যারােমিটার ( Barometer ) : বায়ুমন্ডলের চাপ এই যন্ত্র দ্বারা পরিমাপ করা হয় ।
30. বােললামিটার ( Bolometer ) : তাপ বিকিরণ পরিমাপক ।
31. ব্লাক বক্স ( Black Box ) : বিমানে দুর্ঘটনা ঘটলে তার কারণ রেকর্ড করা থাকে এই বক্সে ।
32. ভিস্কোমিটার ( Viscometer ) : তরলের সান্দ্রতা পরিমাপক যন্ত্র ।
33. ভােল্টমিটার ( Voltmeter ) : দুটি বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করিবার যন্ত্র ।
34. ম্যানােমিটার ( Manometer ) : গ্যাসের চাপ মাপক যন্ত্র ।
35. মেগাফোন ( Megaphone ) : বেশি দূরত্বে শব্দ পরিবহনকারী যন্ত্র ।
36. মাইক্রোস্কোপ ( Microscope ) : অণুবীক্ষণ যন্ত্র বা ক্ষুদ্র জিনিস বড় করে দেখার যন্ত্র ।
37. রেডিও মাইক্রোমিটার ( Radio Micrometer ) : তাপ বিকিরণ পরিমাপক যন্ত্র ।
38. রেন গজ ( Rain Gauge ) : বৃষ্টি পরিমাপক যন্ত্র ।
39. রেকটিফায়ার ( Rectifier ) : একটি ব্যবস্থা যার দ্বারা তড়িৎ কেবলমাত্র সম্মুখদিকে প্রবাহিত হয় এবং যেটি AC তড়িৎকে DC তড়িতে পরিবর্তন করতে সক্ষম ।
40. ল্যাক্টোমিটার ( Lactometer ) : দুধের আপেক্ষিক ঘনত্ব নির্ণয়ের যন্ত্র ।
41. সাইটোলজি ( Pshytology ) : কোশ তত্ত্ব বিদ্যা ।
42. মরফোলজি ( Morphology ) : অঙ্গসংস্থান গত বিদ্যা ।
43. হিস্টোলজি ( Histology ) : কলাবিদ্যা ।
44. অস্টিওলজি ( Osteology) : অস্থি বিজ্ঞান ।
45. মায়ােলজি ( Myology ) : পেশি বিজ্ঞান ।
46. সাইকোমিটার ( Pshycometer ) : বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র ।
47. সিসমােগ্রাফ ( Seismograph ) : ভূমিকম্পের উৎস এবং তার তীব্রতা নির্ণয় করা যায় এই যন্ত্র দ্বারা ।
48. স্পিডােমিটার ( Speedometer ) : চলমান বস্তুর গতি পরিমাপক যন্ত্র ।
49. স্নিকোমিটার ( Snickometer ) : ক্রিকেট বল ব্যাটে ছুঁয়েছে কিনা তা জানতে ।
50. সেক্সট্যান্ট ( Sextant ) : দুটি বস্তুর কৌণিক দূরত্ব নির্ণায়ক যন্ত্র / অক্ষাংশ মাপার জন্য
51. স্ফোরোমিটার ( Spherometer ) : ভূ-পৃষ্ঠতলের পরিমাপক যন্ত্র ।
52. স্ফিগমোম্যানোমিটার ( Sphygmomanometer ) : এই যন্ত্র দ্বারা রক্তচাপ মাপা যায় ।
53. স্টেথােস্কোপ ( Stethoscope ) : হৃদয় এবং ফুসফুসের শব্দ শ্রবণ করিবার জন্য নির্মিত চিকিৎসাগত যন্ত্র ।
54. হাইড্রোমিটার ( Hydrometer ) : তরলের আপেক্ষিক ঘনত্ব নির্ণায়ক যন্ত্র ।
55. হাইড্রোফোন ( Hydrophone ) : জলের নীচে শব্দ পরিমাপ করার যন্ত্র ।
56. হাইড্রোস্কোপ ( Hydroscope ) : জলের নীচে অবস্থিত কোন বস্তুর দর্শন করবার জন্য ব্যবহৃত দর্শন যন্ত্র ।
57. হাইগ্রোমিটার ( Hygrometer ) : বায়ুমন্ডলের আপেক্ষিক আর্দ্রতা নির্ণায়ক যন্ত্র ।
58. হিপসােমিটার ( Hypsometer ) : তরলের স্ফুটনাঙ্ক নির্ণায়ক যন্ত্র ।
59. হিমোসাইটোমিটার ( Himocytometer ) : মানবদেহের রক্ত কণিকার সংখ্যা নির্ণয় করার যন্ত্র ।