উদ্ভিদ ভাইরাস ও প্রাণী ভাইরাসের মধ্যে পার্থক্য

উদ্ভিদ ভাইরাস ও প্রাণী ভাইরাসের মধ্যে পার্থক্য

উদ্ভিদ ভাইরাস ও প্রাণী ভাইরাসের মধ্যে পার্থক্য গুলি হল ―

উদ্ভিদ ভাইরাস 

1. উদ্ভিদ ভাইরাসের দেহের বাইরের আবরণ হল ক্যাপসিড । 

2. উদ্ভিদ ভাইরাসের নিউক্লিক অ্যাসিড প্রধানত RNA । 

3. উদ্ভিদ ভাইরাসের RNA একতন্ত্রী এবং রৈখিক প্রকৃতির হয় । 

4. উদ্ভিদ ভাইরাস পত্ররন্ধ্র এবং অন্যান্য ক্ষতস্থান দিয়ে পােষক কোশে প্রবেশ করে ।

প্রাণী ভাইরাস 

1. উদ্ভিদ ভাইরাসের ক্যাপসিডের বাইরে পেলপােমিয়ার নামক একটি অতিরিক্ত আবরণী থাকে । 

2. প্রাণী ভাইরাসের নিউক্লিক অ্যাসিড প্রধানত DNA , কতিপয় প্রাণী ভাইরাসে RNA থাকে । 

3. উদ্ভিদ ভাইরাসের DNA দ্বিতন্ত্রী , চক্রাকার বা রৈখিক প্রকৃতির হয় । 

4. উদ্ভিদ ভাইরাস পােষক দেহে ক্ষত সৃষ্টি করে প্রবেশ করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!