জীবন বিজ্ঞান

ভাইরাস ও ভাইরয়েডের মধ্যে পার্থক্য

ভাইরাস ও ভাইরয়েডের মধ্যে পার্থক্য 

ভাইরাস ও ভাইরয়েডের মধ্যে পার্থক্য গুলি হল 一

ভাইরাস 

1. ভাইরাস নিউক্লিক অ্যাসিড ও প্রােটিন নিয়ে গঠিত । 

2. নিউক্লিক অ্যাসিড DNA বা RNA হতে পারে । 

3. ক্যাপসিড আবরণ বর্তমান । 

4. ভাইরাস আয়তনে বড়াে হয় । 

5. ভাইরাস উদ্ভিদ , প্রাণী , মানুষ সকল প্রকার জীবদেহে সংক্রমণ ঘটায় ।

ভাইরয়েড 

1. ভাইরয়েড কেবলমাত্র RNA নিয়ে গঠিত । 

2. ভাইরয়েডে নিউক্লিক অ্যাসিড সর্বদাই RNA । 

3. ভাইরয়েডে ক্যাপসিড আবরণ থাকে না । 

4. ভাইরয়েড অতি ক্ষুদ্র আয়তনের হয় । 

5. ভাইরয়েড কেবলমাত্র উদ্ভিদ দেহে সংক্রমণ ঘটায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!