জীবন বিজ্ঞান

ক্যাপসিড ও এনভেলপ এর মধ্যে পার্থক্য

ক্যাপসিড ও এনভেলপ এর মধ্যে পার্থক্য 

ক্যাপসিড ও এনভেলপ এর মধ্যে পার্থক্য গুলি হল 一

ক্যাপসিড 

1. ক্যাপসিড অধিকাংশ ভাইরাসে থাকে । 

2. ক্যাপসিড হল নিউক্লিওয়েড এর বাইরের আবরণ । 

3. ক্যাপসিড প্রধানত প্রােটিন নির্মিত হয় । 

4. ক্যাপসিড এর একককে ক্যাপসোমিয়ার বলে । 

5. ক্যাপসিড প্রােটিন প্রতিলিপি গঠনের সময় ভাইরাস নিউক্লিক অ্যাসিড দ্বারা সংশ্লেষিত হয় ।

এনভেলপ 

1. এনভেলপ কিছু প্রাণী ভাইরাস এবং স্বল্প কয়েকটি ক্ষেত্রে উদ্ভিদ ও ফাজ ভাইরাসে থাকে । এনভেলপ বিহীন ভাইরাসকে নগ্ন ভাইরাস বলে । 

2. এনভেলপ হল ক্যাপসিডের বাইরের আবরণ । 

3. এনভেলপ প্রােটিন , লিপিড ও শর্করা নির্মিত হয় । 

4. এনভেলপ এর একককে পেলপােমিয়ার বলে । 

5. এনভেলপ প্রােটিন ভাইরাস থেকে এবং লিপিড-শর্করা পােষক দেহ থেকে সংশ্লেষিত হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!