জীবন বিজ্ঞান

পৃথিবীর কয়েকটি বিখ্যাত হার্বেরিয়াম

পৃথিবীর কয়েকটি বিখ্যাত হার্বেরিয়াম 

হার্বেরিয়াম হলো এমন একটি সংগ্রহশালা যেখানে ধারাবাহিক ভাবে শুষ্ক উদ্ভিদ নমুনা স্বীকৃত শ্রেণিবিন্যাস পদ্ধতি অনুসারে  সাজানো ও সংরক্ষিত থাকে ।  এখানে প্রতিটি উদ্ভিদ নমুনার সঙ্গে সংগ্রহের তারিখ ও স্থান  , সংগ্রাহকের নাম , স্থানীয় নাম , আবাস সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ  ইত্যাদি তথ্য থাকে । প্রত্যেকটি উন্নত ও উন্নয়নশীল দেশে তাদের নিজেদের জাতীয় হার্বেরিয়াম আছে , যেখানে দেশের বিভিন্ন উদ্ভিদকুলের নমুনা সংরক্ষিত আছে ।

1. রয়েল বোটানিক্যাল গার্ডেন ( Royal Botanical Garden ) , কিউ ( লন্ডন ) — পৃথিবীর বৃহত্তম হার্বেরিয়াম — স্পেসিমেন্ সংখ্যা 65,00000 । 

2. ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ( Museum of Natural History ) , প্যারিস — স্পেসিমেন্ সংখ্যা —60,00000 ।  

3. কনজারভেটরি অ্যাট জার্ডিন বােটানিকস ডি জেনিভি ( Conservatoire at Jardin Botaniques de Geneve ) , জেনেভা — স্পেসিমেন্ সংখ্যা 50,00000 । 

4. ভি. এল. কোমারভ বোটানিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড হার্বেরিয়াম ( V. L. Komarov Botanical Institute and Herbarium , Leningrad , Russia ) , লেনিনগ্রাড , রাশিয়া — স্পেসিমেন্ সংখ্যা — 40,00000 ।

5. নিউইয়র্ক বোটানিক্যাল গার্ডেন ( New York Botanical Garden ) , নিউইয়র্ক — স্পেসিমেন্ সংখ্যা 40,00000 । 

6. সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম ( Central National Herbarium ) , শিবপুর , কলকাতা — স্পেসিমেন্ সংখ্যা 20,00000 । 

7. মাদ্রাজ হার্বেরিয়াম ( Madras Herbarium ) , কোয়েমবাটুর — স্পেসিমেন্ সংখ্যা 150,000 । 

8. হার্বেরিয়াম অফ ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট ( Herbarium of National Botanical Research Institute ) , লখনউ — স্পেসিমেন্ সংখ্যা 80,000 ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!