জীববিজ্ঞানে চার্লস ডারউইন এর অবদান
জীববিজ্ঞানে চার্লস ডারউইন এর অবদান

1809 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন । পিতামহ এরাসমাস ডারউইনের উৎসাহে মাত্র 22 বৎসর বয়সে 1831 খ্রিস্টাব্দে HMS Beagle নামক গবেষণা কাজে নিয়ােজিত জাহাজে তিনি শিক্ষানবিস হিসাবে যােগদান করেন । পাঁচ বৎসরের অধিক সময় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নমুনা সংগ্রহ করে 1831 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে ফিরে আসেন । পরবর্তীকালে সংগৃহীত নমুনাগুলি নিয়ে গবেষণা করে 1859 খ্রিস্টাব্দে ” Origin of Species by means of Natural Selection ” নামে একটি পুস্তক প্রকাশ করেন । এই পুস্তক রচনায় গ্যালাপ্যাগােস দ্বীপের প্রাণীদের উপরে গবেষণালব্ধ তথ্য বিশেষভাবে কাজে লেগেছিল । তিনি এই পুস্তকে প্রাকৃতিক নির্বাচন মতবাদ ( Theory of Natural Selection ) বিষয়টি নানাবিধ উদাহরণ সহযােগে ব্যাখ্যা করেন । চার্লস ডারউইন এর উল্লেখযােগ্য অবদান হচ্ছে—
1. গ্যালাপ্যাগােস দ্বীপের বিভিন্ন প্রাণী এবং পাখিদের উপর গবেষণা ।
2. প্রাণীদের মধ্যে অন্তঃ প্রজাতি এবং আন্তঃ প্রজাতি প্রকরণ ( variation ) থাকার ফলে একই খাদ্য এবং বাসস্থানের জন্য নির্ভরশীল বিভিন্ন জীবের মধ্যে বেঁচে থাকার সংগ্রাম ।
3. প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে যােগ্যতমের উদ্বর্তনের ফলে নতুন নতুন প্রজাতির উৎপত্তি ।