চাকরি পরীক্ষার প্রস্তুতি

বিভিন্ন বৈজ্ঞানিক বিদ্যার নাম

বিভিন্ন বৈজ্ঞানিক বিদ্যার নাম

1. অর্নিথােলজি ( Ornithology ) ⏩ পক্ষী সংক্রান্ত বিদ্যা বা চর্চা ।

2. অর্থোপেডিক্স ( Orthopaedics ) ⏩ প্রাণী পেশী – কঙ্কাল তন্ত্রের বিভিন্ন গঠনগত ত্রুটি এবং এই তন্ত্রের বিভিন্ন রােগ , রােগ নির্ধারণ , চিকিৎসা এবং রােগ নিবারণ – সংক্রান্ত বিজ্ঞান ।  

3. অর্থোগ্রাফি ( Orthography ) ⏩ বানান সম্পর্কিত বিদ্যা । 

4. অটোইকোলজি ( Autoecology ) ⏩ বিভিন্ন প্রজাতির বাস্তববিদ্যা সংক্রান্ত বিজ্ঞান । 

5. অপটিক্স ( Optics ) ⏩ আলােকের উপাদান এবং সংক্রান্ত বিদ্যা ।

6. অরােলজি ( Orology ) ⏩ পাহাড় বিষয়ক চর্চা ।

7. অপথ্যালমােলজি ( Opthalmology ) ⏩ চক্ষুরােগ সম্পর্কিত বিদ্যা । 

8. অমব্রোলজি ( Ombrology ) ⏩ বৃষ্টিপাত সংক্রান্ত চর্চা । 

9. অঙ্কোলজি ( Oncology ) ⏩ ক্যান্সার সংক্রান্ত চর্চা ।

10. অলগেডােনিক্স ( Algedonics ) ⏩ সুখ এবং কষ্ট সম্পর্কিত বিদ্যা । 

11. অডিওলজি ( Audiology ) ⏩ শ্রবণ সংক্রান্ত বিদ্যা । 

12. অটোলজি ( Autology ) ⏩ নিজেকে পর্যবেক্ষণ সংক্রান্ত বিদ্যা । 

13. অক্সোলজি ( Auxology ) ⏩ বৃদ্ধি সংক্রান্ত বিদ্যা । 

14. অ্যাকোলজি ( Acology ) ⏩ চিকিৎসার সাহায্যে রােগ প্রতিকার সম্পর্কিত । 

15. অ্যাকাউসটিক্স ( Acoustics ) ⏩ শব্দ সম্পর্কিত । 

16. অ‍্যাডেনোলজি ( Adenology ) ⏩ গ্রন্থি সম্পর্কিত ।

17. অস্টিওলজি ( Ostiology ) ⏩ অস্থি বা হাড় সংক্রান্ত চর্চা । 

18. অ‍্যাঞ্জেলোলজি ( Angelology ) ⏩ পরী বা এঞ্জেলস্ বিদ্যা । 

19. অ্যাফনােলজি ( Afnology ) ⏩ সম্পদ চর্চা । 

20. অ্যাকাউসটিক্স ( Acuostics ) ⏩ শব্দ সংক্রান্ত বিদ্যা বা বিজ্ঞান । 

21. অ্যারােনটিক্স ( Auronautics ) ⏩ বিমান পরিবহন সংক্রান্ত বিজ্ঞান । 

22. অ্যারােডায়নামিক্স ( Aerodynamics ) ⏩ বায়ুগতি সম্পর্কিত । 

23. অ্যারাকোনােলজি ( Arachonology ) ⏩ মাকড়সা সম্পর্কিত বিদ্যা । 

24. অ‍্যারোলজি ( Aerology ) ⏩ আবহাওয়া সম্পর্কিত চর্চা । 

25. অ্যারােবায়ােলজি ( Aerobiology ) ⏩ বায়ুবাহিত প্রাণী বা উদ্ভিদ সম্পর্কিত চর্চা । 

26. অ্যাগ্রোলজি ( Agrology ) ⏩ কৃষিযােগ্য জমি সম্পর্কিত বিদ্যা । 

27. অ্যাগ্রোবায়োলজি ( Agrobiology ) ⏩ উদ্ভিদ জীবন এবং উদ্ভিদ পুষ্টি সংক্রান্ত বিদ্যা । 

28. অ্যাগ্রোনমিক্স ( Agronomics ) ⏩ জমির উৎপাদনশীলতা । 

29. অ্যাগ্রোসটোলজি ( Agrostology ) ⏩ ঘাস সম্পর্কিত । 

30. অ্যাড্রোগগি ( Adrogogy ) ⏩ বড়দের শিক্ষাদান সংক্রান্ত বিদ্যা । 

31. অ্যানাটমি ( Anatomy ) ⏩ প্রাণী , উদ্ভিদ এবং মানব কাঠামাে সংক্রান্ত বিজ্ঞান । 

32. অ্যানিমােলজি ( Anemology ) ⏩ বায়ু সম্পর্কিত ।

33. অ্যালকেমি ( Alchemy ) ⏩ প্রাচীন আমলের রসায়ন চর্চা । অ্যানজিওলজি ( Angiology ) ও রক্ত ও লসিকা সংক্রান্ত বিদ্যা । 

34. অ্যানথ্রোপােলজি ( Anthroplogy ) ⏩ মানুষের বিবর্তনের ইতিহাস সংক্রান্ত বিদ্যা । 

35. অ্যানথ্রোবায়ােলজি ( Anthrobiology ) ⏩ মানব জীববিদ্যা সম্পর্কিত বিদ্যা । 

36. অ‍্যাটমোলজি ( Atmology ) ⏩ জলীয় বাষ্প সম্পর্কিত বিদ্যা । 

37. অ্যাস্ট্রোনমি ( Astronomy ) ⏩ মহাজাগতিক বস্তু সংক্রান্ত বিজ্ঞান । 

38. অ্যাস্ট্রোফিজিক্স ( Astrophysics ) ⏩ অ্যাস্ট্রোনমির একটি শাখা , যেটি পৃথিবীর বহিরাগত বস্তুর পদার্থগত ধর্ম সংক্রান্ত বিজ্ঞান । 

39. অ্যাস্ট্রোলজি ( Astrology ) ⏩ ফলিত জ্যোতিষ বিদ্যা । 

40. আকুপাংচার ( Acupuncture ) ⏩ ছুঁচ দিয়ে চিকিৎসা সংক্রান্ত বিদ্যা ।

41. অ‍্যাস্ট্রোনমি ( Astronomy ) ⏩ জ্যোতির্বিদ্যা ।  

42. অ‍্যাস্ট্রোনটিক্স ( Astronautics ) ⏩ নভশ্চরণ বিদ্যা ।   

43. অ‍্যাস্ট্রোজিওলজি ( Astrogeology ) ⏩ মহাজাগতিক বস্তু সম্পর্কিত বিদ্যা ।  

44. আর্কিওলজি ( Archaeology ) ⏩  প্রত্নতত্ত্ববিদ্যা । 

45. আর্থোলজি ( Arthrology ) ⏩ মানবশরীরের বিভিন্ন জয়েন্ট সম্পর্কিত বিদ্যা । 

46. আস্থেনিওলজি ( Astheniology ) ⏩ বার্ধক্য রােগজনিত বিদ্যা । 

47. ইকোনমিক্স ( Economics ) ⏩ অর্থনীতি বিদ্যা । 

48. ইলেক্ট্রোকমপ্লেক্স ( Electrocomplex ) ⏩ মনােবিদ্যা । 

49. ইলেক্ট্রোম্যাগনেটিজম ( Electromagnetism ) v⏩ তড়িৎ চুম্বক সংক্রান্ত বিজ্ঞান ।  

50. ইলেক্ট্রোকেমিস্ট্রি ( Electrochemistry ) ⏩ বিদ্যুৎ এবং রসায়নের মধ্যেকার সম্পর্ক । 

51. ইলেক্ট্রোলজি ( Electrology ) ⏩ বিদ্যুৎ সম্পর্কিত । 

52. ইকোলজি ( Ecology ) ⏩ পরিবেশের সাপেক্ষে বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ – এর সহিত বিভিন্ন সজীব ও জড় উপাদানের সম্পর্ক । 

53. ইচিয়ােলজি ( Echiology ) ⏩ মৎস্যবিদ্যা । 

54. ইকথিওলজি ( Ichthyology ) ⏩ মৎস্য সংক্রান্ত বিদ্যা । – 

55. ইরেনােলজি ( Irenology ) ⏩ শান্তি সংক্রান্ত বিদ্যা । – 

56. ইউরেননালজি ( Uranology ) ⏩ স্বর্গ সম্পর্কিত বিদ্যা । – 

57. ইডাফোলজি ( Edaphology ) ⏩ মৃত্তিকা বিষয়ক বিদ্যা । – 

58. উফোলজি ( Uphology ) ⏩ অশনাক্ত উড়ন্ত বস্তু সংক্রান্ত বিদ্যা । 

59. এমব্রায়ােলজি ( Embriology ) ⏩ ভ্রূণের বৃদ্ধি সংক্রান্ত বিদ্যা । 

60. এনডোক্রাইনােলজি ( Endocrinology ) ⏩ গ্ল্যান্ড সম্পর্কিত বিদ্যা । 

61. এনটোমোলজি ( Entomology ) ⏩ পতঙ্গ সংক্রান্ত বিদ্যা । 

62. এপিডেমিওলজি ( Epidemiology ) ⏩ মহামারী রােগে ব্যবহৃত ঔষধ সংক্রান্ত বিদ্যা । – 

63. এপিকালচার ( Epiculture ) ⏩ মৌমাছির পালন সংক্রান্ত বিদ্যা । 

64. এপিগ্রাফি ( Epigraphy ) ⏩ খােদাই করা লেখা ও চিত্রবিষয়ক গবেষণা বা প্রস্তরে লিখিত গুপ্ত লিপি বিদ্যা । 

65. এপিলেপ্টোলজি ( Epileptology ) ⏩ মৃগীরােগ সম্পর্কিত বিদ্যা । 

67. এথিক্স ( Ethics ) ⏩ মানুষের আচরণ বিধি ও কত । 

68. এটিওলজি ( Etiology ) ⏩ রােগের উৎপত্তি সংক্রান্ত বিদ্যা । 

69. এথনােলজি ( Ethnology ) ⏩ মানুষের মানসিক ও শারীরিক পার্থক্য । 

70. এনিগম্যাটোলজি ( Enigmatology ) ⏩ ধাঁধার চর্চা । 

71. এসচ্যাটোলজি ( Eschatology ) ⏩ মৃত্যু বিষয়ক চর্চা । 

72. এথনােলজি ( Ethnology ) ⏩ বিভিন্ন সংস্কৃতি বিষয়ক চর্চা । 

73. এরিমােলজি ( Erimology ) ⏩ মরুভূমি সংক্রান্ত চর্চা । 

74. এরিওলজি ( Aerology ) ⏩ মঙ্গলগ্রহ সম্পর্কিত চর্চা । 

75. এটিওলজি ( Etology ) ⏩ বিভিন্ন রােগের কারণ । 

76. এটিমোলজি ( Etymology ) ⏩ শব্দের উৎপত্তি বিষয়ক । 

77. ওরােলজি ( Orology ) ⏩ পর্বতচর্চা সংক্রান্ত বিদ্যার নাম । 

78. ওসমােলজি ( Osmology ) ⏩ গন্ধ সংক্রান্ত বিদ্যা । 

79. ওনােলজি ( Onology ) ⏩ বাতাস সংক্রান্ত বিদ্যা । 

80. ওডোন্টোলজি ( Odontology ) ⏩ দন্তের বিজ্ঞানসম্মত চর্চা 

81. ওটোলজি ( Otology ) ⏩ কান সংক্রান্ত বিদ্যা । 

82. কঙ্কোলজি ( Concology ) ⏩ শঙ্খবিদ্যা । 

83. কম্প্যানােলজি ( Companology ) ⏩ ঘণ্টা এবং ঘণ্টার বাদ্য সংক্রান্ত বিদ্যা । 

84. কসমােলজি ( Cosmology ) ⏩ মহাকাশ বা বিশ্বব্রহ্মাণ্ড বিদ্যা । 

85. ক্রায়ােজেনিক্স ( Cryogenics ) ⏩ অতি নিম্ন তাপমাত্রায় উৎপাদন , নিয়ন্ত্রণ এবং প্রয়ােগ সংক্রান্ত বিজ্ঞান । 

86. ক্রায়ােলজি ( Cryology ) ⏩ বরফ , তুষার এবং তুষারভেজা ভূমির চর্চা । ) – 

87. ক্রিপ্টোলজি ( Cryptology ) ⏩ বিভিন্ন কোড ও সাইফার সংক্রান্ত চর্চা 

88. কাটোগ্রাফি ( Cartography ) ⏩ মানচিত্র প্রস্তুত এবং গ্লোব বিষয়ক বিজ্ঞান । 

89. কার্ডিওলজি ( Cardiology ) ⏩ হৃদরােগ সংক্রান্ত বিদ্যা । 

90. কেলোলজি ( Kelology ) ⏩ মানব সৌন্দৰ্য্য বিদ্যা । 

91. ক্রোনােলজি ( Cronology ) ⏩ সময়সীমা সংক্রান্ত বিদ্যা । 

92. ক্রেনিওলজি ( Creniology ) ⏩ মাথার খুলি সম্বন্ধীয় বিদ্যা । 

93. ক্রিনটোগ্রাফি ( Crintography ) ⏩ গােপন হস্তাক্ষর পরিচয় বিদ্যা । 

94. ক্যালিওলজি ( Caliology ) ⏩ পাখীর বাসা সংক্রান্ত বিদ্যা । 

95. ক্যালােরিফিক্স ( Calorifics ) ⏩ তাপ সম্পর্কিত বিদ্যা । – 

96. ক্রোনােবায়ােলজি ( Cronobiology ) ⏩ জীবনকাল সংক্রান্ত বিদ্যা । 

97. কার্পোলজি ( Carpology ) ⏩ ফল সম্পর্কিত বিদ্যা । • 

98. ক্যাটাকাউসটিক্স ( Catacoustics ) ⏩ প্রতিধ্বনি সংক্রান্ত বিজ্ঞান । 

99. ক্যাটেচেকটিক্স ( Catechectics ) ⏩ প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষাদান । 

100. ক্রাইসােলজি ( Chrysology ) ⏩ মূল্যাবান ধাতু বিষয়ক শিক্ষা । 

101. কোডিকোলজি ( Codicology ) ⏩ পাণ্ডুলিপি সম্পর্কিত বিদ্যা । 

102. কোনিওলজি ( Koniology ) ⏩ বায়ুমধ্যস্থ বিভিন্ন ধূলিকণা এবং জীবাণু সংক্রান্ত বিদ্যা । 

103. গারবােলজি ( Garbology ) ⏩ জঞ্জাল / রাবিশ সংক্রান্ত বিদ্যা ।

104. গ্ৰাফোলজি ( Graphology ) ⏩ হাতের লেখা সংক্রান্ত বিদ্যা ।

105. গুগলােলজি ( Guglology ) ⏩ বৃহৎ সংখ্যা সংক্রান্ত চর্চা । 

106. গ্লসোলজি ( Glossolgy )⏩  ভাষা সম্পর্কিত চর্চা ।

107. গ্যাস্ট্রোএন্টারােলজি ( Gastroenterology ) ⏩ পাকস্থলী সম্পর্কিত চর্চা

108. চিরােলজি ( Chirology ) ⏩ হস্ত সম্পর্কিত বিদ্যা । 

109. জেনেটিক্স ( Genetics ) ⏩ বংশগতি এবং একে নিয়ন্ত্রণকারী বিভিন্ন শর্ত সংক্রান্ত জীববিজ্ঞানগত বিদ্যা । 

110. জেরােলজি ( Gerontology ) ⏩ বার্ধক্যজনিত ক্রিয়াকলাপ ও রােগবিষয়ক বিজ্ঞান বা প্রত্নতাত্ত্বিক বিদ্যা । 

111. জিওমরফোলজি ( Geomorphology ) ⏩ ভূমিরূপের বৈশিষ্ট্য গঠন ও সৃষ্টি সংক্রান্ত বিদ্যা । 

112. জিওলজি ( Geology ) ⏩ পৃথিবীর পদার্থগত ( ভূ – তত্ত্ব ) ইতিহাস সংক্রান্ত বিদ্যা । 

113. জিওগোনি ( Geogony ) ⏩ পৃথিবী সৃষ্টি বিষয়ক চর্চা । 

114. জুট্যাক্সি ( Zutaxy ) ⏩ প্রাণীর শ্রেণি বিভাগকরণ । 

115. জিলােটোলজি ( Gelotology ) ⏩ হাসি সংক্রান্ত চর্চা । 

116. জাইলােলজি ( Xylology ) ⏩ কাঠ সংক্রান্ত বিদ্যা । – 

117. জেরাটোলজি ( Geratology ) ⏩ ধ্বংস এবং ক্ষয় সংক্রান্ত চর্চা । 

118. টেলিপ্যাথি ( Telepathy ) ⏩ ইন্দ্রিয়গ্রাহ্য অনুভূতি ব্যতীত অন্য কোন উপায়ে দুটি মনের মধ্যে সংযােগ । 

119. টক্সিকোলজি ( Toxicology )  ⏩ বিষ সংক্রান্ত চর্চা । 

120. টেক্টোনিক্স ( Tectonics ) ⏩ ভূ – ত্বকের গঠনগত বৈশিষ্ট্য সংক্রান্ত বিদ্যা । 

121. টেরাটোলজি ( Teratology ) ⏩ দৈত্য সংক্রান্ত বিদ্যা । 

122. টক্সিকোলজি ( Toxicology ) ⏩ বিষ / গরল সংক্রান্ত বিদ্যা । • 

123. টক্সোফিলি ( Toxophily ) ⏩ ধনুর্বিদ্যা সংক্রান্ত বিদ্যা । • 

124. ট্রাইকোলজি ( Tricology ) ⏩ চুল সংক্রান্ত বিদ্যা । • 

125. ডেমােলজি ( Demology ) ⏩  মানব আচরণ বিষয়ক বিদ্যা । – 

126. ডেনড্রোলজি ( Dendrology ) ⏩ গাছপালা বিষয়ক বিদ্যা । 

127. ড্যাকটাইলােগ্রাফি ( Dactiolography ) ⏩ শনাক্তকরণের জন্য হস্তাঙ্গুলির ছাপ সংক্রান্ত বিদ্যা । 

128. ডারমাটোলজি ( Dermatology ) ⏩ চর্ম এবং চর্মরােগ সংক্রান্ত বিদ্যা । 

129. ডায়াবােলজি ( Diabology ) ⏩ শয়তান বিষয়ক চর্চা । 

130. ড্র‍্যাকোনোলজি ( Draconology ) ⏩ ড্রাগন চর্চা । 

131. ডিপ্লোমেটিকক্স( Diplomatics ) ⏩ প্রাচীন পুঁথি থেকে তথ্য উদ্ধারকরণ । 

132. থার্মোডায়নামিক্স ( Thermodynamics ) ⏩ তাপগতিবিদ্যা সংক্রান্ত বিজ্ঞান । 

133. থিওলজি ( Theology ) ⏩ ধর্ম নিয়ে পড়াশুনা । 

134. নিউরােলজি ( Neurology ) ⏩ স্নায়ুতন্ত্রের গঠন , কার্য এবং ত্রুটি সংক্রান্ত বিদ্যা । 

135. নিউমিসমেটিক্স ( Numismetics ) ⏩ মুদ্রা ও পদক বিষয়ক চর্চা । 

136. নেফ্রোলজি ( Nephrology ) ⏩ কিডনি ও কিডনি সংক্রান্ত বিদ্যা । 

137. ন্যানােটেকনােলজি ( Nanotechnology ) ⏩ খুব ক্ষুদ্র বস্তু সম্পর্কিত বিদ্যা 

138. নেফোলজি ( Nephology ) ⏩ মেঘ সংক্রান্ত চর্চা । 

139. নিডোলজি ( Nidology ) ⏩ পাখির বাসা সংক্রান্ত চর্চা ।

140. নােসােলজি ( Nosology ) ⏩ অসুখ সংক্রান্ত বিদ্যা

141. নস্টোলজি ( Nostology ) ⏩ বার্ধক্য বিদ্যা

142. পিসিকালচার ( Pisiculture ) ⏩ মাছ চাষ সংক্রান্ত বিদ্যা

143. পেডাগগি ( Pedagogy )  ⏩ শিখন তত্ত্ব

144. পেডােলজি ( Pedology ) ⏩ মৃত্তিকা বিষয়ক বিদ্যা

145. প‍্যারামাইটোলজি ( Paramytology ) ⏩ পরজীবি সংক্রান্ত বিদ্যা

146. প্ল্যানেটোলজি ( Planetology ) ⏩ সৌরমন্ডলের গ্রহগুলির সম্পর্কে চর্চা

147. প্যালিনােলজি ( Palinology ) ⏩ ফুলের রেণু সম্বন্ধীয় বিদ্যা

148. পেডিয়াট্রিক ( Paediatric ) ⏩ শিশুরােগের চিকিৎসা

149. প্যালিওবােটানি ( Paleobotany ) ⏩ জীবাশ্মভূত উদ্ভিদ -এর চর্চা

150. প্যালিওন্টোলজি ( Paleontology ) ⏩ জীবাশ্ম সংক্রান্ত চর্চা

151. পোমোলজি ( Pomology ) ⏩ বিভিন্ন ফল ও তাদের বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞান

152. প্যাথলজি ( Pathology ) ⏩ রােগ নির্ণয় সংক্রান্ত চর্চা

153. পোলিমোলজি ( Poliomology ) ⏩ যুদ্ধ সংক্রান্ত বিদ্যা

154. পোটামোলজি ( Potamology ) ⏩ নদী সংক্রান্ত বিদ্যা

155. পিয়ানেটোলজি ( Pianetology ) ⏩ গ্রহ সম্পর্কিত বিদ্যা

156. প্লুটোলজি ( Plutology ) ⏩ সম্পদ বিষয়ক বিদ্যা

157. ফ্রমোলজি ( Phromology ) ⏩ চিজ সংক্রান্ত চর্চা

158. ফ্যারােলজি ( Pharology ) ⏩ বাতিঘর সংক্রান্ত বিদ্যা

159. ফিলোলজি ( Philology ) ⏩ হস্তলিখিত লিপির সংরক্ষণ এবং তাদের সঠিকতা নির্ণয় বিদ্যা

160. ফিজিওলজি ( Phiziology ) ⏩ সজীব বস্তুর বিভিন্ন অঙ্গের কার্যকারিতা সংক্রান্ত বিদ্যা

161. ফিলাটেলি ( Philately ) ⏩ পােস্ট অফিসের ডাক টিকিট সংগ্রহ ও গবেষণা

162. ফাইটোজেনি ( Phytogeny ) ⏩ উদ্ভিদের উৎপত্তি এবং বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞান

163. ফোনেটিক্স ( Phonetics ) ⏩ উচ্চারিত শব্দ এবং তার উৎপত্তি , পরিবহন ও গ্রহণ সংক্রান্ত বিদ্যা

164. ফ্রেনােলজি ( Phrenology ) ⏩ মাথার খুলি সংক্রান্ত বিদ্যা

165. বােটানি ( Botany ) ⏩ উদ্ভিদবিদ্যা

166. বায়ােলজি ( Biology ) ⏩ জীববিদ্যা

167. ব্যাকটেরিওলজি ( Bacteriology ) ⏩ ব্যাকটেরিয়া সংক্রান্ত বিদ্যা

168. বায়ােমেট্রি ( Biometry ) ⏩ জৈব বস্তু অধ্যয়নে গাণিতিক প্রয়ােগ

169. বায়ােকেমিস্ট্রি ( Biochemistry ) ⏩ জীবন্ত প্রাণীর রাসায়নিক প্রক্রিয়া সংক্রান্ত

170. বায়োমেট্রোলজি ( Biometrology ) ⏩ মানুষের উপর আবহাওয়ার প্রভাব বিদ্যা

171. ব্যারােলজি ( Barology ) ⏩ মহাকর্ষ সম্পর্কিত বিদ্যা

172. ব্রোমাটোলজি ( Bromatology ) ⏩ খাদ্য সম্পর্কিত বিদ্যা

173. ব্রটটোলজি ( Brontology ) ⏩ বজ্রপাত সম্পর্কিত বিদ্যা

174. ভিটিকালচার ( viticulture ) ⏩ মদ তৈরির জন্য আঙুরের চাষ

175. ভার্মিওলজি ( Vermiology ) ⏩ কীট সংক্রান্ত বিদ্যা

176. ভাইরােলজি ( rology ) ⏩ ভাইরাস সংক্রান্ত চর্চা

177. মেকানিক্স ( Mechanics ) ⏩ যন্ত্রের বল সংক্রান্ত বিজ্ঞান

178. মনােলজি ( Monology ) ⏩ নির্বুদ্ধিতা অধ্যয়নের নাম

179. মমিলজি ( Momylogy ) ⏩ মমি সংক্রান্ত চর্চা

180. মর্ফোলজি ( Morphology ) ⏩ অঙ্গসংস্থান বিদ্যা

181. ম্যামােগ্রাফি ( Mamography ) ⏩ স্তনগ্রন্থির রেডিওগ্রাফি

182. মাইকোলজি ( Micology ) ⏩ ছত্রাক ও ছত্রাকজনিত রােগ বিষয়ক চর্চা

183. মাস্টোলজি  ⏩ স্তন্যপায়ী প্রাণী সম্পর্কিত চর্চা

184. মেটিওরােলজি ( Meteorology ) ⏩ আবহাওয়া সংক্রান্ত চর্চা

185. মেটালারজি ( Metallurgy ) ⏩ আকরিক থেকে ধাতু নিষ্কাশন গবেষণা

186. মেলিট্টোলজি ( Melittology ) ⏩ মৌমাছি সম্পর্কিত বিদ্যা

187. মিথােলজি ( Mythology ) ⏩ পুরাণ সংক্রান্ত বিদ্যা

188. রাইনােলজি ( Rhinology ) ⏩ নাক সংক্রান্ত বিদ্যা

189. রেডিওলজি ( Radiology ) ⏩ এক্স রশ্মি এবং তেজস্ক্রিয়তা সংক্রান্ত চর্চা

190. লিথােলজি ( Lithology ) ⏩ প্রস্তর -এর পদ্ধতিগত বর্ণনা সংক্রান্ত চর্চা

191. লিমনােলজি ( Limnology ) ⏩ ঝিল সংক্রান্ত চর্চা / মিঠা জল সংক্রান্ত চর্চা

192. লেক্সিকোগ্রাফি ( Lexicography ) ⏩ অভিধান সংক্রান্ত বিদ্যা

193. লেপিডােপটেরােলজি ( Lepidopterology ) ⏩ প্রজাপতি এবং মথ সংক্রান্ত বিদ্যা

194. লিমাকোলজি ( Limacology ) ⏩ খােলকবিহীন শামুক সংক্রান্ত বিদ্যা

195. লইমােলজি ( Lymology ) ⏩ প্লেগ সংক্রান্ত চর্চা

196. ল্যারিথমিক্স ( Larithmics ) ⏩ জনগণনা পরিসংখ্যান সংক্রান্ত বিদ্যা ।

197. সাইনােলজি ( Cynology ) ⏩ কুকুর সম্পর্কিত বিজ্ঞান

198. সাইটোলজি ( Cytology ) ⏩ কোশ সম্পর্কিত বিজ্ঞান

199. সিসমােলজি ( Seismology ) ⏩ ভূমিকম্প এবং এর সাথে জড়িত বিভিন্ন ঘটনা সংক্রান্ত চর্চা

200. সেরিকালচার ( Sericulture ) ⏩ রেশম মথ প্রতিপালন এবং রেশম উৎপাদন সংক্রান্ত বিদ্যা

201. সাইফোন্যাপটেরােলজি ( Psyphonapterology ) ⏩ মাছি সংক্রান্ত বিদ্যা

202. সিওলজি ( Tsiology ) ⏩ চা সংক্রান্ত বিদ্যা

203. সেরিওলজি ( Seriology ) ⏩ শস্যের চক্রবর্তন চর্চা

204. সােসিওলজি ( Sociology ) ⏩ মানব সমাজ সংক্রান্ত চর্চা

205. সেরেনােলজি ( Serenology ) ⏩ চাঁদের আলাের উৎপত্তি ও বৈশিষ্ট্য

206. সেটোলজি ( Cetology ) ⏩ তিমি এবং হাঙর বিষয়ক চর্চা

207. হিস্টোলজি ( Histology ) ⏩ কলা সংক্রান্ত চর্চা

208. হর্টিকালচার ( Horticulture ) ⏩  ফুল , ফল , শাক-সবজী এবং সৌন্দর্য বর্ধনকারী উদ্ভিদের আবাদ

209. হাইড্রোস্ট্যাটিক্স ( Hydrostatics ) ⏩ জলের বিজ্ঞান সংক্রান্ত বিজ্ঞান

210. হারপেটোলজি ( Herpentology ) ⏩ সরীসৃপ অধ্যয়ন বিদ্যা

211. হিপনোলজি ( Hypnology ) ⏩ ঘুম সংক্রান্ত চর্চা

212. হেজিওলজি ( Hagiology ) ⏩ সাধু সন্ন্যাসীদের জীবন বিষয়ক চর্চা

213. হেলিওলজি ( Heliology ) ⏩ সূর্য বিষয়ক চর্চা

214. হেমাটোলজি ( Hematology ) ⏩ রক্ত বিষয়ক চর্চা

215. হিপ্পোলজি ( Hipplogy ) ⏩ ঘােড়া বিষয়ক চর্চা

216. হাইড্রোজিওলজি ( Hydrogeology ) ⏩ ভূমিস্থ জল সম্পর্কিত চর্চা

217. হায়েটোলজি ( hyetology ) ⏩ বৃষ্টিপাত সম্পর্কিত বিদ্যা

218. হাইগ্রোলজি ( Hygrology ) ⏩ আদ্রর্তা সম্পর্কিত চর্চা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!